Apan Desh | আপন দেশ

ইউরোপে পুরস্কার পেল বাংলাদেশের ‘বালুর নগরীতে’

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪০, ১৩ জুলাই ২০২৫

ইউরোপে পুরস্কার পেল বাংলাদেশের ‘বালুর নগরীতে’

ছবি: সংগৃহীত

ইউরোপের গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব কার্লোভি ভেরি থেকে সুখবর এনে দিলেন বাংলাদেশের পরিচালক মেহেদী হাসান। তার প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি ‘বালুর নগরীতে’ জিতে নিয়েছে ‘গ্র্যান্ড প্রিক্স’ পুরস্কার । শনিবার (১২ জুলাই) রাতে উৎসবের শেষ দিনে এ পুরস্কার ঘোষণা করা হয়। ‎সিনেমার ইংরেজি টাইটেল ‘স্যান্ড সিটি’।

উৎসবে নির্মাতা মেহেদী হাসান ও সিনেমার কলাকুশলীরা উপস্থিত ছিলেন। সিনেমাটির প্রযোজক রুবাইয়াত হাসান। তিনি নিজেও একজন পরিচালক। ‘বালুর নগরীতে’ পুরস্কার জেতায় অভিনন্দন জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, নির্মাতা শঙ্খ দাশগুপ্ত, সৈয়দ আহমেদ শাওকীসহ অনেকে।

পরিচালক মেহেদী হাসান জানিয়েছেন, ‘বালুর নগরীতে’ সিনেমার গল্প মূলত নগরের বালুকে ঘিরে। পাশাপাশি দুই গল্পের একটিতে দেখা যাবে এমা চরিত্রে অভিনয় করেছেন ভিক্টোরিয়া চাকমা। যে বিড়ালের ক্যাট লিটারের জন্য শহরের বিভিন্ন জায়গা থেকে স্কুটারে করে বালু সংগ্রহ করতে।

আরওপড়ুন<<>>‘শরীর উপভোগ করে এমন দর্শক চাই না’

বালু সংগ্রহ করতে গিয়ে এমা একদিন বিচ্ছিন্ন আঙুল খুঁজে পায়। এ রহস্য নাটকীয়ভাবে গল্পে পরিবর্তন নিয়ে আসে। সিনেমায় আরেকটি চরিত্র সামনে আসে, তার নাম হাসান। এ চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মন্ওয়ার। ‎হাসান বালুর প্ল্যান্টে কাজ করে। সেখান থেকে কিছু প্রয়োজনীয় জিনিস চুরি করে বাড়িতেই কাচ তৈরির চেষ্টা করতে থাকেন তিনি।

তার স্বপ্ন, একদিন সে কাচের ফ্যাক্টরির মালিক হবে। যা শেষ পর্যন্ত তাকে ধ্বংসাত্মক, উদ্ভট পরিকল্পনার দিকে নিয়ে যায়।

চেক প্রজাতন্ত্রের এ উৎসব গত ০৪ জুলাই থেকে শুরু হয়ে শেষ হয় শনিবার। উৎসবের প্রধান অফিশিয়াল বিভাগ ক্রিস্টাল গ্লোব। এ শাখায় পুরস্কার পেয়েছে চেক প্রজাতন্ত্রের সিনেমা ‘বেটার গো ম্যাড ইন দ্য ওয়াইল্ড’, পরিচালক মিরো রেমো। এটিকেই ধরা হয় উৎসবের সেরা সিনেমা হিসেবে। উৎসবের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিভাগ প্রক্সিমা কম্পিটিশন।

‎এদিকে সিনেমাটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ব্যাংককভিত্তিক চলচ্চিত্র পরিবেশনা সংস্থা ডাইভারশন। এ প্রতিষ্ঠানই এখন আন্তর্জাতিক অঙ্গনে সিনেমাটি বিক্রি করবে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়