Apan Desh | আপন দেশ

ছোট ছেলের বিয়ে নিয়ে আসিফের বার্তা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১:৫১, ২৮ মে ২০২৫

আপডেট: ১১:৫২, ২৮ মে ২০২৫

ছোট ছেলের বিয়ে নিয়ে আসিফের বার্তা

কণ্ঠ শিল্পী আসিফ আকবর ও তার ছোট ছেলে শাফায়াত আসিফ

ছেলেদের ২৪-২৫ বছরের মধ্যে বিয়ের পক্ষে জনপ্রিয় কণ্ঠ শিল্পী আসিফ আকবর। নিজের ঘর থেকেই সেটি শুরু করেছেন তিনি। বড় ছেলে শাফকাত আসিফ বিয়ে করে এখন কানাডায়। এবার শাফায়াত আসিফ রুদ্র’র বাগদান সম্পন্ন করেছেন আলোচিক এ গায়ক। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিজেই জানিয়েছেন আসিফ।

মঙ্গলবার (২৭ মে) বিকেলে ফেসবুকে ছেলের দুইটি ছবি প্রকাশ করে আসিফ লিখেছেন, আমাদের ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্র। একটু ভুলে যাওয়া রোগ আছে, এমনিতে ইউনিক একটা ছেলে। মুহূর্তেই মানুষের ভালোবাসা অর্জনের বিরল যোগ্যতা তার রয়েছে। নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে স্টাডি শেষ করে এখন বিজনেস করার চেষ্টায় আছে, প্রশিক্ষণ নিচ্ছে। সে ভালো একজন ফুটবলার, তবে ক‍্যারিয়ার সেদিকে নিয়ে যায়নি।

আরওপড়ুন<<>>বাবা-ছেলের ছবি, আবারও অপু-বুবলীর ভার্চুয়াল যুদ্ধ

এরপর ছেলের বিয়ের খবর জানিয়ে আসিফ লেখেন, রুদ্র ২৬ বছরে পদার্পন করলো আজ। সে সঙ্গে এটাই তার শেষ স্বাধীন বসন্ত, আগামী ডিসেম্বরেই সে শহীদ হতে যাচ্ছে। বিয়েশাদীর সমস্ত আয়োজন সম্পন্ন। অ‍্যানগেজমেন্ট হয়েছে জানুয়ারিতে, পাবলিকলি জানানোর অনুমতি ছিল না। এবারের গন্তব্য দি ব্রাহ্মণবাড়িয়া জেলা, এর বেশি কিছু বলা যাচ্ছে না।

সবশেষে ছেলের আগামী দিনের জন্য দোয়া চেয়ে আসিফ লিখেছেন, আজ রুদ্র’র শুভ জন্মদিন। সবার কাছে আমার ছেলের সরল এবং সুন্দর ভবিষ্যতের জন‍্য দোয়া চাই। শুভ জন্মদিন বাবা, আনন্দে বাঁচো। ভালবাসা অবিরাম...।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়