
ছবি: আপন দেশ
জাতীয় কবিতা পরিষদের ৩১তম কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দেশবরেণ্য কবিরা। মঙ্গলবার (২০ মে) রাজধানীর সাওল হার্ট সেন্টারের কাজল মিলনায়তনে এ আলোচনা অনুষ্ঠান হয়।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন (১১ জ্যৈষ্ঠ) উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক কবি রেজাউদ্দিন স্টালিন।
তিনি বলেন, কাজী নজরুল ইসলাম এখনও খুবই প্রাসঙ্গিক। সে সময়ে নজরুলের যে সাহস ছিল সে সাহস এখনকার কবিদের নেই বললেই চলে। নারীর পক্ষে বলার জন্য ধর্মান্ধরা তাকে কাফের আখ্যা দিয়েছিল। ধর্ম, রাজনীতিসহ সমকালীন সব বিষয়ে নজরুল লিখেছেন।
সাওল হার্ট সেন্টারের ‘কাজল মিলনায়তন’-এ আয়োজিত এ অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন কবি মোহন রায়হান, কবি রেজাউদ্দিন স্টালিন, কবি শহীদুল্লাহ ফরায়জী, কবি এবিএম সোহেল রশীদ, কবি শ্যামল জাকারিয়া, কবি শাহীন রেজা, কবি ইউসুফ রেজা, কবি রফিক হাসান, কবি ক্যামেলিয়া আহমেদ, কবি আসাদ কাজল, কবি আবীর বাঙালি, কবি রোকন জহুর, কবি শিমুল পারভীন, কবি মিতা আলী, কবি রাসেল আহমেদ, কবি প্রভাবতী চক্রবর্তী, কবি কাব্য রাসেল, কবি আতিকুজ্জামান খান, কবি মো: মিলাদ উদ্দিন, কবি আসমা নার্গিস, কবি শেখ এ সাঈদ ফারসী, কবি আউয়াল খন্দকার, কবি সবুজ মনির, কবি তাসকিনা ইয়াসমিন ও কবি নাহিদ হাসান। সঙ্গীত পরিবেশন করেন শহীদুল্লাহ ফরায়জী, গীতিকার জামিউর রহমান লেমন, আবীর বাঙালি, ও শিমুল পারভীন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।