
ভ্যালেরিয়া মার্কেজ
শর্টস ভিডিও শেয়ারিং প্লাটফর্মে টিকটকে লাইভ স্ট্রিমিং করার সময় গুলি করে হত্যা করা হয়েছে মেক্সিকান জনপ্রিয় বিউটি ইনফ্লুয়েন্সার ভ্যালেরিয়া মার্কেজকে (২৩)।
বৃহস্পতিবার (১৫ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ ইনফ্লুয়েন্সারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে মঙ্গলবার (১৩ মে) ভয়াবহ এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, মেক্সিকোর জালিস্কো রাজ্যের জাপোপান এলাকার একটি বিউটি সেলুনে কাজ করতেন ভ্যালেরিয়া মার্কেজ। সে সময় তার অনুসারীদের জন্য টিকটকে লাইভস্ট্রিম করছিলেন তিনি। হঠাৎ করেই একব্যক্তি সেলুনের মধ্যে ঢুকে মার্কেজকে গুলি করেন। রাষ্ট্রীয় প্রসিকিউটর অফিসের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। এ ঘটনার তদন্ত করছে রাষ্ট্রীয় প্রসিকিউটর অফিস।
প্রতিবেদন অনুযায়ী রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ভয়াবহ এ দুর্ঘটনার উদ্দেশ্য এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তবে মামলাটি নারী হত্যা হিসেবে তদন্ত করা হচ্ছে। এখানে নারী ও মেয়েদের লিঙ্গ সংক্রান্ত কারণে হত্যা করা হয়। আর মেক্সিকোতে লিঙ্গভিত্তিক সহিংসতা খুবই সাধারণ।
আরওপড়ুন<<>>ফেসবুক পোস্টে বিতর্ক উস্কে দিলেন প্রভা
জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, প্রতিদিন ১০ জন নারী তাদের সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে মৃত্যু হয়।
সোশ্যাল তারকা ভ্যালেরিয়া মৃত্যুর কিছুক্ষণ আগে জাপোপানের শহরতলিতে নিজের বিউটি সেলুনে একটি টেবিলে খেলনা নিয়ে লাইভ স্ট্রিমিং করছিলেন। কিছুক্ষণ পর গুলি করে হত্যা করা হয় তাকে। আর তখনই ফোন নিয়ে রেকর্ডিং বন্ধ করা হয়। এ কারণে ভিডিও-ও শেষ হয়।
জানা যায়, এক ব্যক্তি উপহার দেয়ার অভিনয় করে হত্যা করেছে ভ্যালেরিয়াকে। তবে এ ঘটনায় প্রসিকিউটরের কার্যালয় এখনও সন্দেহভাজন কারও নাম প্রকাশ করেনি।
এ ঘটনায় জাপোপানের মেয়র জুয়ান হোসে ফ্রাঙ্গি বলেছেন, ভ্যালেরিয়াকে হত্যার হুমকির ব্যাপারে কর্তৃপক্ষের কাছে কোনো সহায়তা চাওয়ার রেকর্ড নেই। এ নারী হত্যা সবচেয়ে খারাপ জিনিস।
এদিকে ভ্যালেরিয়ার টিকটক ও ইনস্টাগ্রামে প্রায় ২ লাখ ভক্ত-অনুরাগী। তারা সবাই প্রিয় তারকার মৃত্যুতে আতঙ্কিত প্রতিক্রিয়া জানিয়েছেন।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।