Apan Desh | আপন দেশ

ছায়ানটে দুটিনের শুদ্ধ সংগীতের আসর

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৯, ২৬ ডিসেম্বর ২০২৪

আপডেট: ২০:৫৯, ২৬ ডিসেম্বর ২০২৪

ছায়ানটে দুটিনের শুদ্ধ সংগীতের আসর

ছায়ানটের শুদ্ধসঙ্গীতের উৎসবের উদ্বোধনী সন্ধ্যায় গান গাইছেন শিল্পীরা। ছবি: আপন দেশ

শুদ্ধস্বরের মায়াজালে দর্শক শ্রোতাদের মুগ্ধ করলো শিল্পীরা। সুরের সুধায় ধ্যানমগ্ন হলো শুদ্ধসঙ্গীতের অনুরাগীরা। পৌষের সন্ধ্যায় শাস্ত্রীয় সঙ্গীতের ধ্রুপদী সুষমা ছড়িয়ে দিয়ে যাদুকরী পরিবেশ তৈরি করেন শিল্পীরা। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ছায়ানট আয়োজিত দুইদিনের শুদ্ধসঙ্গীতের উৎসবের উদ্বোধনী সন্ধ্যাটা এমনই ছিলো। 

ছায়ানট মিলনায়তনে আজ শুরু হয়। শেষ হবে শুক্রবার।  শুদ্ধ সংগীতের দুই দিনের এ আসর যথারীতি জাতীয়সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয়।

এরপর স্বাগত বক্তৃতা করেন ছায়ানটের সহ-সভাপতি খায়রুল আনাম শাকিল।

শাস্ত্রীয় সঙ্গীতের আসরের পরিবেশনার ধারাবাহিকতার শুরুতেই রাগ অষ্ট কল্যানে দলীয় পরিবেশনায় মিলনায়তনে মুগ্ধতা ছড়ান ছায়ানট শিল্পীরা। এ পর্বে শিল্পীদের তবলায় সঙ্গত করেন পৌষ রাম সরকার ও সুপান্থ মজুমদার।

একক কণ্ঠেবরাগ পুরিয়া ধানেশ্রী পরিবেশন করেন মিরাজুল জান্নাত সোনিয়া। শিল্পীকে তবলায় সঙ্গত করেন প্রশান্ত ভৌমিক, হারমোনিয়ামে টিংকু শীল ও তানপুরায় অনিয়া পাল এবং তানজিলুর রহমান সৌমিক। সারেঙ্গীতে শৌণক দেবনাথ ঋক। মারবা রাগ পরিবেশন করেন সুপ্রিয়া দাশ। শিল্পীর সঙ্গে তবলায় সঙ্গত করেন সুপান্থ মজুমদার, হারমোনিয়ামে ধ্রুব সরকার ও তানপুরায় অনিয়া পাল। এরপর কন্ঠে রাগ পুরিয়া কল্যাণ গেয়ে শোনান অনিল কুমার সাহা। তবলায় ছিলেন গৌতম সরকার, হারমোনিয়ামে তাসাউফ ইসলাম ও তানপুরায় ছিলেন সান্তুনু তালুকদার।

ধারাবাহিক পরিবেশনায় বাঁশিতে রাগ দূর্গার সুর তোলেন মর্তুজা কবির মুরাদ। কন্ঠে রাগ বাগেশ্রী পরিবেশন করেন অসিত রায়। শিল্পীর সঙ্গে পাখোয়াজে ছিলেন আলমগীর পারভেজ সুমন। শিল্পীকে তবলায় সঙ্গত করেন তন্ময় কুমার পাল ও তাপসী রায়।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়