Apan Desh | আপন দেশ

কাকে বিয়ে করলেন বুবলী?

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৭, ১১ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১২:৪৩, ১১ ডিসেম্বর ২০২৪

কাকে বিয়ে করলেন বুবলী?

চিত্রনায়িকা শবনম বুবলী

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী শবনম বুবলী। নানা কারণে বছরজুড়েই আলোচনায় থাকেন এ চিত্রনায়িকা। কখনো তার সন্তানের বাবা শাকিব খানের কারণে, আবার কখনো অভিনীত সিনেমার কারণে। তবে এবার ভিন্ন কারণে শিরোনামে এলেন বুবলী।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের সাজে দেখা গেছে সংবাদ পাঠিকা থেকে নায়িকা বনে যাওয়া এ অভিনেত্রীকে। নতুন সাজে দেখে হয়তো অনেকে মনে করতে পারেন শীতের শুরুতেই কী বিয়ের পিঁড়িতে বসছেন বুবলী?। 

আসল ঘটনা কী? জানা গেছে, বিয়ের ফটোশুটে অংশ নিয়েছিলেন বুবলী। তাকে বউ সাজিয়েছেন কোরিওগ্রাফার গৌতম সাহা। তিনি বলেন, বুবলীকে নিয়ে তিনটি শুট করেছি। ওয়েডিং, হলুদ ও মেহেদী। সে খুব আন্তরিকতার সঙ্গে সময় দেয়। সময় মতো কাজে চলে আসে। ওর সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে।

বুবলী গৌতম সাহার সঙ্গে আগেও কাজ করেছেন। সে প্রসঙ্গে এ কোরিওগ্রাফার বলেন, ‘ববলী অনেক লক্ষ্মী একটা মেয়ে। কাজ ছাড়া কিছুই চিন্তা করে না। যখন সেটে থাকে, খেতে বললেও খায় না। সব সময় বলে, আগে কাজ তারপর খাওয়া- দাওয়া। সম্প্রতি একটা বিউটি পার্লারের ফটোশুট করেছি ওকে নিয়ে। 

আপাতত বুবলীর হাতে কোনো সিনেমা নেই। ছেলেকে নিয়ে অবসর সময় কাটাচ্ছেন তিনি। মাঝে মাঝে শোরুম উদ্বোধন, প্রোমোশন ও ফটোশুটে অংশ নেন। 

সংবাদ উপস্থাপিকা হিসেবে পর্দায় অভিষেক হয় বুবলীর। ২০১৬ সালে শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ ছবিতে অভিনয়ের মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় তার। সর্বশেষ তাকে দেখা গেছে, ‘দেয়ালের দেশ’, ‘মায়া : দ্য লাভ’, ‘রিভেঞ্জ’ সিনেমাগুলোয়। একটি সিনেমাও ব্যবসাসফল হয়নি।

শিগগিরই আবার নতুন ছবিতে দেখা যাবে বুবলীকে। জানা গেছে, ইতিমধ্যে বেশ কয়েকটি সিনেমায় কাজ শেষ করেছেন তিনি। এগুলো হচ্ছে জাকির হোসেন রাজুর ‘চাদর’, এম রাহিমের ‘জংলি’, রাখাল সবুজের ‘পুলসিরাত’, মাসুদ মহিউদ্দিন ও হাসান শিকদারের ‘প্রেম পুরাণ’, ‘সাইফ চন্দনের ‘কয়লা’, দেবাশীষ বিশ্বাসের ‘তুমি যেখানে আমি সেখানে’, ওয়াজেদ আলী সুমনের ‘ছায়া’।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়