 
										শাকিব খান ও ইধিকা পাল
একের পর এক ছবির কাজ করছেন শাকিব খান। চলতি বছরই তার ছবি তুফান সাফল্য পেয়েছেন বাংলাদেশের বক্স অফিসে। আসন্ন ছবি ‘দরদ’ মুক্তির অপেক্ষায় দর্শক। এর মধ্যেই শুরু করে দিলেন পরবর্তী ছবি ‘বরবাদ’ এর শুটিং। সে কারণে মুম্বাইয়ে অবস্থান করছেন এ অভিনেতা। এক মাস সেখানে থাকবেন। সঙ্গে থাকবেন অভিনেত্রী ইধিকা পাল।
গত ২৪ অক্টোবর থেকে সেখানেই শুরু হয়েছে শাকিব খানের অংশের শুটিং। ছবিটির শুটিংর জন্য এক মাস মুম্বাইতেই থাকতে হবে এ অভিনেতাকে। বুধবার থেকে শুটিং শুরু করেছেন ইধিকা পাল। ‘প্রিয়তমা’র সাফল্যের পর ফের শাকিবের বিপরীতে সুযোগ পেয়েছেন তিনি।
২০২৩ সালে ছোট পর্দা থেকে বড় পর্দায় উত্তরণ ইধিকার। প্রথম ছবির নায়ক বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। ছবির নাম ‘প্রিয়তমা’। বক্স অফিসে ভাল ব্যবসা করে এ ছবি। তার পর থেকে টলিউডের ছবিতেও ব্যস্তত বেড়েছে তার। ‘প্রিয়তমা’ পর অবশ্য ঢাকার নায়ক শরিফুল রাজের বিপরীতে কবি নামের আরো একটি ছবিতে অভিনয় করেছেন তিনি। এবার দ্বিতীয়বার হচ্ছেন শাকিবের নায়িকা।
বরবাদ ছবিটি পরিচালনা করছেন মেহেদী হাসান হৃদয়। এ প্রসঙ্গে পরিচালক বলেন, বাংলার দর্শক এর আগে অনেক অ্যাকশন ছবি দেখেছেন। কিন্তু এ ধরনের অ্যাকশন দেখেননি। প্রযোজকদের কাছে যা চেয়েছি, তারা কিছুতে না করেননি। শিল্পী থেকে শুরু করে অনেক বিষয়ে চমক রয়েছে। আমাদের বিশ্বাস, দর্শকরা হতাশ হবে না।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































