ছবি: সংগৃহীত
বেশকিছুদিন থেকে অসুস্থ বলিউড সুপারস্টার সালমান খান। এবার নীরবতা ভেঙে এর কারণ নিজেই জানালেন তার পাঁজরের হাড় ভেঙে গেছে।
সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন সালমান নিজেই। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, অসুস্থতা সত্ত্বেও সালমান খান বিগ বস ১৮-এ অংশ নিয়েছিলেন। সেখানে সালমান খান বলেন, দুটি পাঁজর ভেঙে গেছে তার।
সালমান বর্তমানে তার আসন্ন ছবি সিকান্দার-এর শুটিং করছেন। এনডিটিভি জানায়, ছবির শুটিং করতে গিয়ে আহত হয়েছেন বলিউড এ সুপারস্টার। এরপর খবর আসে পাঁজর ভেঙে গেছে।
বর্তমানে মুম্বাইয়ে ছবিটির শুটিং চলছে। সিকান্দার পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন সালমান খান। আর তার বিপরীতে রয়েছেন রশ্মিকা মন্দানা। এটি প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা।
এদিকে সালমানকে নিয়ে গণেশ পূজার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, তিনি আঘাত নিয়েই আরোতি দিয়েছেন এবং নেচে পুজা উদযাপন করছেন।
আপন দেশ/অর্পিতা
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































