ছবি : আপন দেশ
তিন দফা দাবি আদায়ে আন্দোলনে নামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মবিরতি কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছেন। রোববার (০৭ ডিসেম্বর) থেকে পরীক্ষা সম্পন্ন না হওয়া পর্যন্ত সারা দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন বা তালাবদ্ধ কর্মসূচি স্থগিত থাকবে।
বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ এবং প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ।
এতে বলা হয়, নৈতিকতা, মানবিকতা এবং শিক্ষার্থীদের কথা বিবেচনা করে রোববার থেকে পরীক্ষা সম্পন্ন হওয়া পর্যন্ত সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচি স্থগিত করা হলো। রোববার থেকে সব শ্রেণির বার্ষিক পরীক্ষা চলবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উভয় পরিষদের আলোচনার ভিত্তিতে পরবর্তী কর্মসূচি দেয়া হবে।
আরও পড়ুন<<>>সারাদেশে প্রাথমিক শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি চলছে
এ বিষয়ে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের অন্যতম আহবায়ক মো. মাহবুবর রহমান বলেন, আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম, সকালে বৈঠক হলে তাৎক্ষণিকভাবে পরীক্ষার আয়োজন করব। কিন্তু বৈঠক না হওয়ায় তা সম্ভব হয়নি। তবে রোববার থেকে পরীক্ষা নেয়া হবে। শিক্ষার্থীরা আমাদের সন্তানের মতো, তাদের ক্ষতি আমরা চাই না। পরীক্ষা দুই দিন পিছিয়ে গেলেও এতে শিক্ষাজীবন অচল হবে না।
অভিভাবকদের প্রতিক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, অনেক জায়গায় শিক্ষকরা অভিভাবকদের চাপে পড়েছিলেন। তবে বছরের পড়াশোনা শেষ হওয়ায় দুই দিন পর পরীক্ষা হলে বড় সমস্যা হতো না। আন্দোলনের অন্যান্য কর্মসূচি চলমান থাকবে, তবে পরীক্ষাকে এর আওতামুক্ত রাখা হবে।
এদিকে সহকারী শিক্ষকদের আন্দোলন চলাকালীন ভিন্ন জেলায় বদলি করা হয়েছে ৪২ জন শিক্ষককে। বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ বদলি আদেশ অনুমোদন দেয়। বদলিকৃতদের তালিকায় আন্দোলনের শীর্ষ পাঁচ নেতা- খায়রুন নাহার লিপি, মো. শামছুদ্দীন মাসুদ, মো. আবুল কাশেম, মো. মাহবুবর রহমান এবং মো. মনিরুজ্জামানও রয়েছেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































