Apan Desh | আপন দেশ

ইবি কলা অনুষদের ডিনের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩২, ১৯ নভেম্বর ২০২৫

ইবি কলা অনুষদের ডিনের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ

ছবি: আপন দেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিনের পক্ষ থেকে অনুষদভুক্ত বিভাগ সমূহে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগণ হরকরা গ্যালারিতে এ ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেনের সভাপতিত্বে ও অধ্যাপক ড. কামরুল হাসানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। 

আরও পড়ুন<<>>ইবির আরও ৭ শিক্ষক বরখাস্ত

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, প্রত্যেক বিভাগের কারিকুলাম প্রণয়নে অ্যালামনাইদের প্রতিনিধিত্ব থাকা উচিত। তাহলে তারা অতীত অভিজ্ঞতা থেকে অনেক কিছুর অবদান করতে পারে। বর্তমান শিক্ষার্থীরাও অ্যালামনাইদের অভিজ্ঞতা, পরামর্শকে কাজে লাগিয়ে নিজেদের উন্নত ও দক্ষ করে তুলতে পারে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন,  ক্রীড়ার কোন জাত-পাত নেই। খেলাধুলা বিভাগ নির্বিশেষে সবার। একজন মহান ব্যক্তি বলে গিয়েছেন, সংগীত আমাদের মনের খোরাক যোগায়, আর খেলাধুলা মন আর দেহের খোরাক যোগায়। আমরা যত খেলাধুলার মধ্যে থাকবো, ততই ভালো থাকবো। সমাজকে তৈরি করতে হলে, বাংলাদেশকে তৈরি করতে হলে সব অঙ্গনে আমাদের সমান অবদান রাখতে হবে। এজন্য পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করতে হবে এবং সাংস্কৃতিক অঙ্গনে আমাদের উজ্জ্বলতার স্বাক্ষর রাখতে হবে।

তিনি আরও বলেন, বিতরণকৃত সামগ্রীর যেন যথার্থ ব্যবহার হয়। ক্রীড়ার মানসিকতা থাকলে কেউ অপরকে দুঃখ দিতে পারবে  না, অন্যায় কাজ করতে পারবে না, পাপকর্মে লিপ্ত হবে না। ক্রীড়া মানুষের মনকে সতেজ রাখে, সুন্দরের দিকে। আমরা সবাই সুন্দরের যাত্রী। ছাত্র-ছাত্রীরা সুন্দরকে অর্জন করবে, অন্যায় থেকে দূরে  থাকবে। খেলোয়াড় এবং পড়ুয়া দুটোই তৈরি করার জন্য তিনি বিভাগীয় সভাপতিদের আহবান জানান।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়