Apan Desh | আপন দেশ

রাকসুর ভিপি–এজিএস শিবিরের, জিএস স্বতন্ত্র

রাবি প্রতিনিধি 

প্রকাশিত: ০৮:৩৮, ১৭ অক্টোবর ২০২৫

আপডেট: ০৮:৪১, ১৭ অক্টোবর ২০২৫

রাকসুর ভিপি–এজিএস শিবিরের, জিএস স্বতন্ত্র

ছবি : আপন দেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভিপি (সহসভাপতি) পদে বিজয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আম্মার। সহ সাধারণ সম্পাদক (এজিএস) পদে বিজয়ী হয়েছেন সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থী এস এম সালমান সাব্বির।

শুক্রবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষে সব কেন্দ্রের ভোট গণনা করে এ ফলাফল ঘোষণা করা হয়। 

বিশ্ববিদ্যালয়ের ১৭টি হলের ঘোষিত ফলাফলে দেখা গেছে, ভিপি পদে মোস্তাকুর রহমান জাহিদ (ছাত্রশিবির) পেয়েছেন ১৩,১৫৭ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ নূর উদ্দীন আবীর (ছাত্রদল) ৩৮৯৮ ভোট, এবং তাসিন খান (সর্বজনীন শিক্ষার্থী সংসদ) ৩৪১ ভোট। 

জিএস পদে সালাহউদ্দিন আম্মার (আধিপত্যবিরোধী ঐক্য জোট) পেয়েছেন ১১,৬৮৭ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাহিম রেজা (ছাত্রশিবির) ৫,৭৯৬ ভোট এবং নাফিউল জীবন (ছাত্রদল) ১৮ ভোট। 

এছাড়াও এজিএস পদে সালমান সাব্বির (ছাত্রশিবির) পেয়েছেন ৭,৩৬৭ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহিন বিশ্বাস এষা (ছাত্রদল) ৬,২৯৬ ভোট এবং সজিবুর রহমান (স্বতন্ত্র/ঐক্যজোট) ৫৪১ ভোট।

মন্নুজান হল
ভিপি পদে মোস্তাকুর রহমান জাহিদ (ছাত্রশিবির) পেয়েছেন ৯৭২ ভোট, শেখ নূর উদ্দীন আবীর (ছাত্রদল) পেয়েছেন ২৩৬ ভোট, এবং তাসিন খান (সর্বজনীন শিক্ষার্থী সংসদ) পেয়েছেন ১৭৩ ভোট। জিএস পদে সালাহউদ্দিন আম্মার (আধিপত্যবিরোধী ঐক্য জোট) ৮৪১, ফাহিম রেজা (ছাত্রশিবির) ৪৯৫ ও নাফিউল জীবন (ছাত্রদল) ৮৯ ভোট পেয়েছেন। এজিএস পদে সালমান সাব্বির (ছাত্রশিবির) ৫৫৩, জাহিন বিশ্বাস এষা (ছাত্রদল) ৩৭৩ ও সজিবুর রহমান (আধিপত্যবিরোধী ঐক্য জোট) পেয়েছেন ২৫৮ ভোট।

রোকেয়া হল
ভিপি পদে মোস্তাকুর রহমান জাহিদ (ছাত্রশিবির) পেয়েছেন ৭৫২ ভোট, শেখ নূর উদ্দীন আবীর (ছাত্রদল) পেয়েছেন ২১১ ভোট। জিএস পদে সালাহউদ্দিন আম্মার (আধিপত্যবিরোধী ঐক্য জোট) পেয়েছেন ৬৬১ ভোট, ফাহিম রেজা (ছাত্রশিবির) ৩৭৭ ভোট। এজিএস পদে সালমান সাব্বির (ছাত্রশিবির) ৩৪৬ ও জাহিন বিশ্বাস এষা (ছাত্রদল) পেয়েছেন ২৯৯ ভোট।

তাপসী রাবেয়া হল
ভিপি পদে মোস্তাকুর রহমান জাহিদ (ছাত্রশিবির) ৪৭৩, শেখ নূর উদ্দীন আবীর (ছাত্রদল) ১৩৬। জিএস পদে সালাহউদ্দিন আম্মার (আধিপত্যবিরোধী ঐক্য জোট) ৪০৮, ফাহিম রেজা (ছাত্রশিবির) ২৫৪। এজিএস পদে সালমান সাব্বির (ছাত্রশিবির) ২৪৫ ও জাহিন বিশ্বাস এষা (ছাত্রদল) পেয়েছেন ১৯৭ ভোট।

বেগম খালেদা জিয়া হল
ভিপি পদে মোস্তাকুর রহমান জাহিদ (ছাত্রশিবির) ৪৮৫, শেখ নূর উদ্দীন আবীর (ছাত্রদল) ১৩৭। জিএস পদে সালাহউদ্দিন আম্মার (আধিপত্যবিরোধী ঐক্য জোট) ৩৫২, ফাহিম রেজা (ছাত্রশিবির) ২৯৫। এজিএস পদে সালমান সাব্বির (ছাত্রশিবির) ২৭৮, জাহিন বিশ্বাস এষা (ছাত্রদল) ১৭১ ভোট পেয়েছেন।

রহমতুন্নেসা হল
ভিপি পদে মোস্তাকুর রহমান জাহিদ (ছাত্রশিবির) ৬৩০, শেখ নূর উদ্দীন আবীর (ছাত্রদল) ১৮৬। জিএস পদে সালাহউদ্দিন আম্মার (আধিপত্যবিরোধী ঐক্য জোট) ৫৮৯, ফাহিম রেজা (ছাত্রশিবির) ৩২০। এজিএস পদে সালমান সাব্বির (ছাত্রশিবির) ৩৪৯ ও জাহিন বিশ্বাস এষা (ছাত্রদল) পেয়েছেন ২৮৯ ভোট।

জুলাই-৩৬ হল
ভিপি পদে মোস্তাকুর রহমান জাহিদ (ছাত্রশিবির) ৯৪৫, শেখ নূর উদ্দীন আবীর (ছাত্রদল) ৩০০ ও তাসিন খান (সর্বজনীন শিক্ষার্থী সংসদ) ১৬৮ ভোট পেয়েছেন। জিএস পদে সালাহউদ্দিন আম্মার (আধিপত্যবিরোধী ঐক্য জোট) ৮৩৫, ফাহিম রেজা (ছাত্রশিবির) ৫১০, নাফিউল জীবন (ছাত্রদল) ১২৯। এজিএস পদে সালমান সাব্বির (ছাত্রশিবির) ৫২৪, জাহিন বিশ্বাস এষা (ছাত্রদল) ৩৭৩ ও সজিবুর রহমান (স্বতন্ত্র) ২৮৩ ভোট পেয়েছেন।

শেরেবাংলা ফজলুল হক হল
ভিপি পদে মোস্তাকুর রহমান জাহিদ (ছাত্রশিবির) ৪৮৯, শেখ নূর উদ্দীন আবীর (ছাত্রদল) ৯৭। জিএস পদে সালাহউদ্দিন আম্মার (আধিপত্যবিরোধী ঐক্য জোট) ৪১৯, ফাহিম রেজা (ছাত্রশিবির) ২৩৩। এজিএস পদে সালমান সাব্বির (ছাত্রশিবির) ২৮২ ও জাহিন বিশ্বাস এষা (ছাত্রদল) পেয়েছেন ২১২ ভোট।

শাহ মখ্দুম হল
ভিপি পদে মোস্তাকুর রহমান জাহিদ (ছাত্রশিবির) ৭৩২, শেখ নূর উদ্দীন আবীর (ছাত্রদল) ১৭৩। জিএস পদে সালাহউদ্দিন আম্মার (আধিপত্যবিরোধী ঐক্য জোট) ৬৭০, ফাহিম রেজা (ছাত্রশিবির) ২৯৭। এজিএস পদে সালমান সাব্বির (ছাত্রশিবির) ৩৮৭ ও জাহিন বিশ্বাস এষা (ছাত্রদল) ৩৬৮ ভোট পেয়েছেন।

নবাব আব্দুল লতিফ হল
ভিপি পদে মোস্তাকুর রহমান জাহিদ (ছাত্রশিবির) ৫১৮, শেখ নূর উদ্দীন আবীর (ছাত্রদল) ১৩৭। জিএস পদে সালাহউদ্দিন আম্মার (আধিপত্যবিরোধী ঐক্য জোট) ৪৮৪, ফাহিম রেজা (ছাত্রশিবির) ১৮৪। এজিএস পদে সালমান সাব্বির (ছাত্রশিবির) ২৭৮, জাহিন বিশ্বাস এষা (ছাত্রদল) ২৪৯ ভোট পেয়েছেন।

সৈয়দ আমীর আলী হল
ভিপি পদে মোস্তাকুর রহমান জাহিদ (ছাত্রশিবির) ৬১৯, শেখ নূর উদ্দীন আবীর (ছাত্রদল) ১৫২। জিএস পদে সালাহউদ্দিন আম্মার (আধিপত্যবিরোধী ঐক্য জোট) ৫৮৮, ফাহিম রেজা (ছাত্রশিবির) ২৪২। এজিএস পদে সালমান সাব্বির (ছাত্রশিবির) ৩৪৭ ও জাহিন বিশ্বাস এষা (ছাত্রদল) ৩৩১ ভোট পেয়েছেন।

আরও পড়ুন<<>>রাকসুতে ভোট পড়েছে ৬৯.৮৩ শতাংশ

শামসুজ্জোহা হল
ভিপি পদে মোস্তাকুর রহমান জাহিদ (ছাত্রশিবির) ৬৫০, শেখ নূর উদ্দীন আবীর (ছাত্রদল) ১৭০। জিএস পদে সালাহউদ্দিন আম্মার (আধিপত্যবিরোধী ঐক্য জোট) ৬০০, ফাহিম রেজা (ছাত্রশিবির) ২৮৩। এজিএস পদে সালমান সাব্বির (ছাত্রশিবির) ৩৮৪ ও জাহিন বিশ্বাস এষা (ছাত্রদল) পেয়েছেন ৩১৭ ভোট।

শহীদ হবিবুর রহমান হল
ভিপি পদে মোস্তাকুর রহমান জাহিদ (ছাত্রশিবির) ১১৬০, শেখ নূর উদ্দীন আবীর (ছাত্রদল) ২৮৮। জিএস পদে সালাহউদ্দিন আম্মার (আধিপত্যবিরোধী ঐক্য জোট) ১০১২, ফাহিম রেজা (ছাত্রশিবির) ৪৭৩। এজিএস পদে সালমান সাব্বির (ছাত্রশিবির) ৫৯৯ ও জাহিন বিশ্বাস এষা (ছাত্রদল) ৫১৩ ভোট পেয়েছেন।

মতিহার হল
ভিপি পদে মোস্তাকুর রহমান জাহিদ (ছাত্রশিবির) ৮৩৮, শেখ নূর উদ্দীন আবীর (ছাত্রদল) ২৪৮। জিএস পদে সালাহউদ্দিন আম্মার (আধিপত্যবিরোধী ঐক্য জোট) ৮১৩, ফাহিম রেজা (ছাত্রশিবির) ৩৭৩। এজিএস পদে সালমান সাব্বির (ছাত্রশিবির) ৫০০ ও জাহিন বিশ্বাস এষা (ছাত্রদল) ৪৭৪ ভোট পেয়েছেন।

মাদার বখশ হল
ভিপি পদে মোস্তাকুর রহমান জাহিদ (ছাত্রশিবির) ৮৯৬, শেখ নূর উদ্দীন আবীর (ছাত্রদল) ১৯৪। জিএস পদে সালাহউদ্দিন আম্মার (আধিপত্যবিরোধী ঐক্য জোট) ৮৩৪, ফাহিম রেজা (ছাত্রশিবির) ৩৫০। এজিএস পদে সালমান সাব্বির (ছাত্রশিবির) ৫০৭ ও জাহিন বিশ্বাস এষা (ছাত্রদল) ৪১২ ভোট পেয়েছেন।

হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল
ভিপি পদে মোস্তাকুর রহমান জাহিদ (ছাত্রশিবির) ৮৯৯, শেখ নূর উদ্দীন আবীর (ছাত্রদল) ৩০০। জিএস পদে সালাহউদ্দিন আম্মার (আধিপত্যবিরোধী ঐক্য জোট) ৮৭৩, ফাহিম রেজা (ছাত্রশিবির) ৩৮০। এজিএস পদে সালমান সাব্বির (ছাত্রশিবির) ৪৯৫ ও জাহিন বিশ্বাস এষা (ছাত্রদল) ৫১৭ ভোট পেয়েছেন।

জিয়াউর রহমান হল
ভিপি পদে মোস্তাকুর রহমান জাহিদ (ছাত্রশিবির) ৮৯৩, শেখ নূর উদ্দীন আবীর (ছাত্রদল) ২৩০। জিএস পদে সালাহউদ্দিন আম্মার (আধিপত্যবিরোধী ঐক্য জোট) ৮৫৯, ফাহিম রেজা (ছাত্রশিবির) ৩৮৫। এজিএস পদে সালমান সাব্বির (ছাত্রশিবির) ৪৯৫ ও জাহিন বিশ্বাস এষা (ছাত্রদল) পেয়েছেন ৪৫২ ভোট।

বিজয়–২৪ হল
সহ-সভাপতি (ভিপি) পদে ছাত্রশিবিরের মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৭৩৬ ভোট, যা তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের শেখ নূর উদ্দীন আবীরের ২০২ ভোটের তুলনায় বিপুল ব্যবধানে বেশি। সাধারণ সম্পাদক (জিএস) পদে আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মার পেয়েছেন ৬৯৯ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবিরের ফাহিম রেজা পেয়েছেন ২৭৮ ভোট। সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে ছিল সবচেয়ে কাছাকাছি লড়াই। এ পদে ছাত্রশিবিরের এস এম সালমান সাব্বির ৪০২ ভোট পেয়ে অল্প ব্যবধানে এগিয়ে থেকে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৩৮৯ ভোট।

প্রসঙ্গত, রাকসুর ভোটার ২৮ হাজার ৯০১ জন। অন্যদিকে রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে মোট প্রার্থী ৮৬০ জন।

এ নির্বাচনে ১১টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে আলোচিত ৮টি প্যানেল হলো- ছাত্রদল মনোনীত প্যানেল ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’, ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’, ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র ফেডারেশনের নেতৃত্বে গঠিত ‘রাকসু ফর র‌্যাডিক্যাল চেঞ্জ’, সাবেক সমন্বয়কদের নেতৃত্বে ‘আধিপত্যবাদবিরোধি ঐক্য’, বাম জোটের ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’, ছাত্র ইউনিয়ন (একাংশ) ঘোষিত ‘অপরাজেয় ৭১, অপ্রতিরোধ্য ২৪’, সাবেক আরেক নারী সমন্বয়কের নেত্বতে ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’, ইসলামী ছাত্র আন্দোলন মনোনীত ‘সচেতন শিক্ষার্থী পরিষদ’।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়