Apan Desh | আপন দেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কাল বন্ধ ঘোষণা

জাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৭, ১৩ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৬:৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কাল বন্ধ ঘোষণা

ফাইল ছবি।

আগামীকাল (রোববার) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও অফিস কার্যক্রম বন্ধ থাকবে। তবে পূর্বনির্ধারিত ভর্তি কার্যক্রম যথারীতি চলবে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে বিশ্ববিদ্যালয়ের সব অফিস ও ক্লাস যথারীতি চালু হবে। তবে পূর্বনির্ধারিত সব চূড়ান্ত পরীক্ষা আপাতত স্থগিত থাকবে।

আরওপড়ুন<<>>জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক স্নিগ্ধার পদত্যাগ

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ এবং পরবর্তী ভোট গণনাসহ চার দিনব্যাপী কার্যক্রমের কারণে রোববার (১৪ সেপ্টেম্বর) বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শনিবার পর্যন্ত তিন দিন ধরে ভোট গণনা চলছে। নির্বাচন কমিশন আশা করছে, আজ সন্ধ্যার মধ্যে ফলাফল ঘোষণা করা সম্ভব হবে।

এদিকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম রোববার যথারীতি চলবে। এ সময় সংশ্লিষ্ট দপ্তরগুলো খোলা থাকবে এবং ভর্তির কাজে যুক্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অফিসে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়েছে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়