Apan Desh | আপন দেশ

খুবি রিসার্চ সোসাইটির নেতৃত্বে বকসী-গৌর

খুবি প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০৬, ৯ সেপ্টেম্বর ২০২৫

খুবি রিসার্চ সোসাইটির নেতৃত্বে বকসী-গৌর

ছবি: আপন দেশ

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) রিসার্চ সোসাইটির (কেইউআরএস) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী চয়ন বকসীকে সভাপতি ও সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী গৌর মুন্ডাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে  ‘রিসার্চ প্রসেস অ্যান্ড টুলস’ শীর্ষক অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি মো. মেহেদী জামান, ইমন আল মাহমুদ ও কাজী শাহেদ ইকবাল। যুগ্ম সাধারণ সম্পাদক মো. তৌকির জোয়ার্দার ও হৃদয়। সাংগঠনিক সম্পাদক রাইতা সরওয়ার, কোষাধ্যক্ষ মহারুন নেছা কওমে, দফতর সম্পাদক মো. আবু নাঈম। প্রকাশনা সম্পাদক সঞ্জীব দাস, প্রচার সম্পাদক ইসরাত জাহান, যোগাযোগ সচিব মালাচেং রাখাইন, মানবসম্পদ সচিব আলিফ মাহমুদ, আইটি সচিব তানভীর কবির সোহান এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান আকাশ।

আরওপড়ুন<<>>ঢাবির ক্লাস-পরীক্ষা আগামীকাল বন্ধ

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে মনোনীত হয়েছেন- এস এম মিফতাহুল ইসলাম মাহিন, রিফাত ইশতিয়াক, আবদুল্লাহ আল নোমান, মো. মাহাফুজ, ফাবিহা রওনক প্রোমি, মো. আল আমিন তুষার, মো. শাহাজাদা, মো. নূর-ই-জাবিন রিয়ার, নাফিসা রশিদ ফিজা, সাদিয়া আফরিন, রাকিব রিফাত, সুমাইয়া ফারহানা, পূঁজা কুণ্ডু, বাঁধন অধিকারী, মালিহা বিনতে মিথি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুবি উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, গবেষণা হতে হবে বিশ্বমানের ও ইমপ্যাক্টফুল। বিশ্বমানের গবেষণা করতে হলে গবেষণার কৌশল, ডাটা সংগ্রহ এবং আধুনিক টুলস ব্যবহারে দক্ষতা অর্জন প্রয়োজন। তরুণ গবেষকদের এগিয়ে যেতে হলে মাল্টি-ডিসিপ্লিনারি কোলাবরেশন ও আন্তর্জাতিক গবেষণার সঙ্গে সংযুক্ত হতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের গবেষণামুখী করতে কেইউআরএস নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। এ ধরনের সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে শিক্ষার্থীরা গবেষণায় দক্ষ হয়ে উঠতে পারে। শিক্ষাজীবনে গবেষণা নিবন্ধ প্রকাশ করতে পারলে তা বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক হবে। যা গবেষণায় সম্পৃক্ত হতে উৎসাহিত করবে।

অনুষ্ঠানে কেইউআরএস’র সভাপতি দেবাশীষ অধিকারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী ও ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত। এ সময় সংগঠনের বিভিন্ন ডিসিপ্লিনের সদস্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়