Apan Desh | আপন দেশ

শিবিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উমামা ফাতেমার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৮, ৯ সেপ্টেম্বর ২০২৫

শিবিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উমামা ফাতেমার

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা অভিযোগ করেছেন, ভোট কেন্দ্রের বাইরে থেকে কাকে ভোট দিতে হবে তাদের নাম লেখা একটা তালিকা ভোটারদের হাতে তুলে দেয়া হচ্ছে। এ তালিকাটা শিবিরের প্রার্থীদের।

 শুধু তাই নয়, শিবিরের স্বতন্ত্র নামে প্রার্থী তালিকাও তুলে দেয়া হচ্ছে।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এক ফেসবুক পোস্টে এ অভিযোগ করেন উমামা ফাতেমা। এর পাশাপাশি তিনি দুটো তালিকার ছবিও প্রকাশ করেছেন তার স্ট্যাটাসে।

আরওপড়ুন<<>>ডাকসু নির্বাচন বর্জন করলেন ভিপি প্রার্থী তাহমিনা

এ তালিকার একটি কেন্দ্রীয় সংসদ নির্বাচনের, অপরটি হল সংসদ নির্বাচনের। দুটোই শিবিরের তালিকা উল্লেখ করে উমামা লিখেছেন, ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের ভোটকেন্দ্রের বাইরে এ লিফলেটগুলা দেয়া হচ্ছে। যার একপ্রান্তে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীদের তালিকা। অপরপ্রান্তে হলের স্বতন্ত্র পরিচয়ে নির্বাচন করা প্রার্থীদের তালিকা। গুঞ্জন শোনা গেছে, এ লিস্টটি পোলিং বুথের ডেস্কের নিচে ছড়ানো আছে।

একইদিকে শিবিরের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেছে অন্য কেন্দ্রেও। শিবিরের বিরুদ্ধে এমন অভিযোগ গণমাধ্যমে তুলে ধরেন উমামা ফাতেমা।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়