
ছবি: আপন দেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই ভোটকেন্দ্রে শিক্ষার্থীদের ভিড়, উচ্ছ্বাস আর প্রাণচাঞ্চল্যে ক্যাম্পাস উৎসবমুখর হয়ে উঠেছে। তবে ভোটের পাশাপাশি উঠছে নানা অভিযোগও—কাউকে বাদ দেয়ার অভিযোগ, আইডি কার্ড নিয়ে জটিলতা, প্রার্থীদের ভিন্ন ভিন্ন মন্তব্যে সরগরম ক্যাম্পাস। কেন্দ্রের ভেতর ও বাইরে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ নির্বাচনে শিক্ষার্থীরা সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। ভোটকেন্দ্রের সামনে প্রার্থীদের প্রচারণায় ভোগান্তিতে পড়েছেন ভোটাররা। লিফলেট বিতরণ করতে গিয়ে প্রার্থীরা কেন্দ্রগুলোর প্রবেশমুখে কৃত্রিম ভিড় তৈরি করছেন। এতে তারা বিরক্তবোধ করছেন।
বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র, কার্জন হল, উদয়ন স্কুলসহ বিভিন্ন কেন্দ্রে এ দৃশ্য দেখা যায়। লাইনে দাঁড়ানো শিক্ষার্থীদের হাতে লিফলেট ধরিয়ে দিচ্ছেন প্রার্থীরা। এতে কেন্দ্রে সহজে প্রবেশে করতে পারছেন না শিক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন। সকালে নির্বচনের ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন>>>ডাকসু ভোটকেন্দ্রে শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্য
শামীম বলেন, কাল থেকে আমার নামে অনলাইনে অনেক প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে, যাতে আমার ভোট কমানো যায়। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বোঝেন কোনটা সঠিক, কোনটা বেঠিক। তাই ব্যালট পেপারের মাধ্যমেই নির্ধারিত হবে কে জয়ী হবেন। যখন থেকে আমার স্টুডেন্ট অটোনমি কনসেপ্টটা জনপ্রিয় হয়েছে, তখন থেকেই তারা আমার পেছনে লেগেছে।
নির্বাচনের পরিবেশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শামীম বলেন, নির্বাচনী পরিবেশ ভালো দেখছি। সবাই উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসছে। আমরা যারা প্রার্থী রয়েছি তাদের সবার মধ্যেই সোহার্দপূর্ণ সম্পর্ক রয়েছে। আশা করছি নির্বাচনী পরিবেশ নষ্ট হওয়ার মতো কিছু হবে না।
ডাকসু ও হল সংসদ নির্বাচনে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে পোলিং এজেন্ট, সাংবাদিক ও মানবাধিকার সংস্থার প্রতিনিধি ঢুকতে দিচ্ছে না বলে অভিযোগ করেছেন জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ। এস এম ফরহাদ বলেন, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে পোলিং এজেন্ট, সাংবাদিক ও মানবাধিকার সংস্থার প্রতিনিধি ঢুকতে দেয়া হচ্ছে না। এসময় ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেন এস এম ফরহাদ।
ডাকসু ও হল সংসদ নির্বাচনে শিক্ষার্থীরা যে রায় দেবেন, তা প্রার্থীদের মেনে নিতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল এর সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আবু বাকের মজুমদার। তিনি বলেন, শিক্ষার্থীরা যে রায় দেবে, তা আমাদের মেনে নিতে হবে। এটাই যৌক্তিক ও এটাই হবে। এর বাইরে কিছু হওয়ার সুযোগ নেই। নির্বাচনের সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে বাকের বলেন, ভোটের প্রচার শুরুর দিন থেকে এখন পর্যন্ত আনন্দময় পরিবেশ আমরা উপভোগ করেছি। ভোটাররা আগ্রহ নিয়ে ভোট দিতে এসেছেন। আমরা আশা করছি, শিক্ষার্থীরা যোগ্য ব্যক্তিকে নেতৃত্বে আনবেন।
এদিকে ডাকসু ও হল সংসদ নির্বাচনে নিয়ম লঙ্ঘন করে শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে প্রবেশ করেছেন ছাত্রদল প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। এ সময় তিনি অভিযোগ করেন, প্রার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় কোনো কার্ড করেনি। সে কারণে তাকে মেয়েদের হলের ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এ সময় তার পাশে ওই কেন্দ্রের রিটার্নিং অফিসার শামীম রেজা উপস্থিত ছিলেন কিন্তু তিনি তাকে কোনো প্রকার বাধা দেননি। নিয়ম ভেঙে শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে ঢোকার অভিযোগের বিষয়ে আবিদুল গণমাধ্যমকে বলেন, রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই ঢুকেছি।
ডাকসু নির্বাচনে নিজের জয়ের ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা। তিনি বলেন, আমরা চাই এখানে নিরপেক্ষ নির্বাচন হোক। এখন পর্যন্ত কোনো নেতিবাচক মানসিকতা নিয়ে এগোচ্ছি না। আমরা ফলাফল বর্জনের মতো কোনো অবস্থানে নেই। বরং আমরা চাই সঠিকভাবে যেন নির্বাচন সম্পন্ন হয় এবং সেই অনুযায়ী ফলাফল আসে। আমরা ভোটারদের থেকে ভালো সাড়া পাচ্ছি। শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে ভোট দিচ্ছেন। জয়ের ব্যাপারে আমি আশাবাদী।
ডাকসু নির্বাচনে ভোট দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ভোট কেন্দ্রে এসেছেন প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মেঘমল্লার বসু। বেলা ১১টার দিকে তিনি হুইলচেয়ারে করে একজন সহযোগীর সহযোগিতায় কেন্দ্রে প্রবেশ করেন।
এদিকে কয়েকজন প্রার্থী অভিযোগ করেছেন, তাদের নামে ভুয়া প্রচারণা চালানো হচ্ছে। আবার কারও অভিযোগ, ভোটকেন্দ্রে নিয়ম ভঙ্গ করা হচ্ছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।