
ছবি: আপন দেশ
দীর্ঘ প্রতীক্ষার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন শুরু হয়েছে। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে। সকাল থেকে ভোটকেন্দ্রে শিক্ষার্থীদের ভিড় জমেছে। ক্যাম্পাসজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ, ভোট দিতে শিক্ষার্থীদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো।
মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে একযোগে চলছে এ ভোটগ্রহণ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্যাম্পাসের বিভিন্ন হলে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ছে।
শিক্ষার্থীরা জানান, বহু প্রতীক্ষার পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় তারা উচ্ছ্বসিত। কেউ বন্ধুদের সঙ্গে সেলফি তুলছেন, কেউ আবার ভোট দিয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন।
আরও পড়ুন>>>উৎসবের আমেজে ডাকসু নির্বাচন শুরু
ভোট দিতে এসে শিক্ষার্থী লায়লা রহমান বলেন, আজকের দিনটা আমাদের জন্য উৎসবের দিন। এত বড় একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হতে পেরে সত্যিই দারুণ লাগছে। ভোটাধিকার প্রয়োগ করতে পেরে শিক্ষার্থীদের মুখে ফুটে উঠেছে আনন্দ আর প্রত্যাশার কথা। শান্তিপূর্ণ ও স্বচ্ছ পরিবেশে ভোট দিতে পেরে তারা আশা প্রকাশ করেছেন, এ নির্বাচন থেকে উঠে আসবে যোগ্য ও কার্যকর নেতৃত্ব, যারা শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে কাজ করবে।
ডাকসু নির্বাচনে উদয়ন উচ্চ মাধ্যমিক স্কুল কেন্দ্রে ভোট দিতে এসেছেন সাদিক কায়েম। তিনি বলেন, সব শিক্ষার্থীদের প্রতি আহবান, আপনার স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণের যাত্রায় সারথি হতে ভোটকেন্দ্রে আসুন। আপনার মূল্যবান ভোট যোগ্যতম প্রার্থীকে দিন। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরাই গড়ে তুলবো আমাদের স্বপ্নের ক্যাম্পাস।
শিক্ষার্থী মো. আশিকুল ইসলাম, সারারাত তো ঘুমাইনি আমি। সকালে হল থেকে বের হয়েছি ভোরে। ভোটকেন্দ্রের দিকে এসেছি সোয়া ৭টার দিকে। আমার রুমমেট, হলমেটদের সঙ্গে এসে লাইনে দাঁড়িয়ে গেছি। ভোট দিয়েছি।
ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে আশিকুল ইসলাম বলেন, ডাকসুতে প্রথম ভোট, আসলে এটা জীবনেরও প্রথম ভোট। খুব ভালো লাগছে। ডাকসুতে ভোট দিতে পারবো, এটা কোনোদিন কল্পনাও করিনি। একবছর আগেও যদি কেউ আমাকে বলতো তাহলে আমি বিশ্বাস করতাম না যে ডাকসু হবে। কিন্তু হচ্ছে; এতে খুবই আনন্দিত আমি।
ডাকসু নির্বাচনে উদয়ন উচ্চ মাধ্যমিক স্কুল কেন্দ্রে ভোট দিতে এসেছেন সাদিক কায়েম-মহিউদ্দিন খানসহ প্যানেলের বেশ কয়েকজন প্রার্থী।
ডাকসু নির্বাচনে ভোট দিতে আগে থেকেই লাইনে দাঁড়ান ভোটাররা। উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসেছেন ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান আবিদসহ অন্যরা। কেন্দ্রে গিয়ে আবিদুল ভোটারদের সঙ্গে কথা বলেন। কোনো অসুবিধা হচ্ছে কি না, তার খোঁজ-খবর নেই। পাশাপাশি নিজের জন্য ভোট ও দোয়া চান এ ভিপি প্রার্থী। এ সময় ছাত্রীদের কাউকে কাউকে আবিদুলের সঙ্গে সেলফি তুলতে দেখা যায়।
এরপর পরেই নিয়ম ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে ঢুকেছেন ছাত্রদল প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। সকাল সাড়ে ৮টার দিকে শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোট কেন্দ্রে জগন্নাথ হলের শিক্ষার্থীরা যে অংশে ভোট দিচ্ছেন, সেখানে ঢোকেন আবিদুল ইসলাম খান। এ সময় তিনি অভিযোগ করেন, প্রার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় কোনো কার্ড করেনি। সে কারণে তাকে মেয়েদের হলের ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।
বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার ভোটকেন্দ্র পরিদর্শনে আসেন। আবু বাকের মজুমদার বলেন, আনন্দায়ক পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন আমরা দেখতে পেয়েছি। আমরা আশাবাদী ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা তাদের যোগ্য নেতৃত্ব বেছে নেবেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। নিরাপত্তায় মোতায়েন রয়েছে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী।
ক্যাম্পাসে নির্বাচন ঘিরে তৈরি হওয়া এ উৎসব শিক্ষার্থীদের কাছে গণতন্ত্রের এক মহড়া বলেই মনে করছেন অনেকে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।