
সংগৃহীত ছবি
ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এরমধ্যেই ঢাবি শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে নিয়ম ভেঙে প্রবেশ করেছেন ছাত্রদল সমর্থিত ছাত্র প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম খান। জগন্নাথ হলের শিক্ষার্থীরা যেখানে ভোট দিচ্ছিলেন, তিনি সেখানেই ঢুকে পড়েন।
মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে ঢোকেন আবিদুল।
এ সময় তিনি অভিযোগ করেন, প্রার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় কোনো কার্ড করেনি। সে কারণে তাকে মেয়েদের হলের ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।
আরও পড়ুন>>>ডাকসু ভোটকেন্দ্রে শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্য
এ ঘটনার পর রিটার্নিং কর্মকর্তা কাজী মোস্তাক গাউসুল হক বলেন, প্রার্থীদের ভোটকেন্দ্রে প্রবেশের কোনো সুযোগ নেই। তিনি এ সময় জহুরুল হক কেন্দ্রে ছিলেন ও বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না। পরে তিনি খোঁজ নেয়ার কথা জানান।
কিছুক্ষণ পর কাজী মোস্তাক গাউসুল হক জগন্নাথ হলের ভোটকেন্দ্রে এসে বলেন, তিনি এখানে আসার পর আর কাউকে দেখতে পাননি। একইসঙ্গে তিনি নিশ্চিত করেন, এরপর থেকে কোনো প্রার্থী আর কেন্দ্রে ঢুকতে পারবেন না।
বেলা ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ভোটকেন্দ্রের সামনে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ভোটটা উদযাপন করতে চাই। অভিযোগ করতে চাই না।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।