
ছবি: আপন দেশ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত হচ্ছে এ নির্বাচন। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত। শিক্ষার্থীরা নিজ নিজ হলে স্থাপিত কেন্দ্রে ভোট দিচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে মোট ৮১০টি বুথে ভোট নেয়া হচ্ছে।
এবারের ডাকসু নির্বাচনে মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ২০ হাজার ৯১৫ জন ছাত্র ও ১৮ হাজার ৯৫৯ জন ছাত্রী।
আরও পড়ুন>>>রাত পোহালেই ডাকসু’র ভোট
কেন্দ্রীয় সংসদে ২৮টি পদের জন্য লড়ছেন ৪৭১ জন প্রার্থী। এছাড়া, ১৮টি হল সংসদে ১৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক হাজার ৩৫ জন প্রার্থী। সব মিলিয়ে একজন ভোটারকে কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৪১টি পদে ভোট দিতে হচ্ছে।
নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে রয়েছে তিন স্তরের নিরাপত্তা। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ প্রবেশ পথগুলোতে সোমবার রাত থেকেই পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। তাদের সঙ্গে বিএনসিসি ও বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবকরাও কাজ করছেন।
টিএসসি এলাকায় পুলিশের একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ডগ স্কোয়াড ও বম্ব ডিসপোজাল ইউনিট প্রস্তুত রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। ভোট গণনা স্বচ্ছ রাখতে প্রতিটি কেন্দ্রে এলইডি স্ক্রিন বসানো হয়েছে। এ স্ক্রিনে সরাসরি ভোটের ফলাফল দেখানো হবে। শিক্ষার্থীরা যেন শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা হয়েছে বলে প্রশাসন জানায়।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।