
ছবি: আপন দেশ
রাত পোহালেই অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় শুরু হবে ভোট গ্রহণ। এদিকে, দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হলেও হলগুলোতে চলছে আলোচনা। ক্যাম্পাসেও বইছে উৎসবের আমেজ।
শিক্ষার্থীরা জানান, ডাকসু নির্বাচনকে ঘিরে ভীষণ উচ্ছ্বসিত তারা। কারণ এ নির্বাচনের মধ্য দিয়ে নতুন একটি নেতৃত্ব আসবে। যারা শিক্ষার্থীদের দাবি-দাওয়াসহ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও সামাজিক পরিবেশকে আরও প্রাণবন্ত করবেন।
আবার কেউ কেউ বলছেন, আমরা চাই এ ভোটের মাধ্যমে প্রকৃত ছাত্রনেতারা উঠে আসুক, যারা শিক্ষার্থীদের সমস্যাগুলো গুরুত্ব দিয়ে সমাধান করবেন।
আরওপড়ুন<<>>ডাকসু ছাত্রদল প্রার্থী আবিদ-হামিমের আইডি হ্যাকড
ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, টিএসসি, মধুর ক্যান্টিন ও হলগুলোতে শিক্ষার্থীদের মুখে শুধু ভোট নিয়ে আলোচনা। ভোটে কে এগিয়ে, নির্বাচিত হবে কে তা নিয়ে বিতর্ক। অনেকে আবার ভোট দেবেন কাকে, কখন দিবেন, লাইনে কখন দাঁড়াবেন সব নিয়েই আলোচনা।
এদিকে প্রার্থীদের প্রচার-প্রচারণা বন্ধ হলেও বসে নেই তাদের সমর্থকরা। তারা নিজেদের সংগঠনের পক্ষ থেকে শিক্ষার্থীদের একজোট করার চেষ্টা করছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনও পার করছেন ব্যস্ত সময়। নির্বাচনী কেন্দ্র ও বুথগুলো প্রস্তুত করা হচ্ছে। নিরাপত্তা জোরদার করতে পুলিশ সদস্যদের টহলও বেড়েছে। প্রশাসনের কর্মকর্তারা বলছেন, অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে সব প্রস্তুতি নেয়া হয়েছে।
এরইমধ্যে ভোটের দিন ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
আগামীকাল (মঙ্গলবার) সকাল ৮টা থেকে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবার মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন। যার মধ্যে ছাত্রী ভোটার রয়েছে ১৮ হাজার ৯৫৯ জন।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।