
ছবি: আপন দেশ
ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) গঠনের দাবিতে ঐক্যবদ্ধ হয়ে ‘মুভমেন্ট ফর ইকসু’ গঠন করেছে ইবির সকল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আয়োজিত এক উন্মুক্ত আলোচনা সভা শেষে এ কমিটি গঠন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন ইবি শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ, সিনিয়র যুগ্ম-আহবায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম-আহবায়ক রোকনউদ্দিন, শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এস এম সুইট, সাবেক সহ-সমন্বয়ক গোলাম রাব্বানী, ইয়াসিরুল কবির সৌরভ, ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সাধারণ সম্পাদক আহমেদ গালিব, ইসলামী ছাত্র আন্দোলন ইবি শাখার সভাপতি ইসমাইল হোসেন রাহাত, খেলাফতে ছাত্র মজলিশ ইবি শাখার সভাপতি সাদেক আহম্মদসহ শতাধিক শিক্ষার্থী।
জানা যায়, এ বিষয়ে শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা ও শনিবার দুপুরে পৃথক আলোচনা করেছেন বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীরা। সভায় শিক্ষার্থীরা ইকসুতে নিয়মিত ছাত্রদের প্রতিনিধিত্ব, সাজিদ হত্যার বিচার, শিক্ষক নিয়োগ, জুলাই-আগস্ট আন্দোলনের বিরোধিতাকারীদের শাস্তি নিশ্চিত, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও ইকসুতে সংখ্যালঘুদের অংশগ্রহণ নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে মতামত দেন। পরে শনিবার দুপুরে দ্বিতীয় দফায় এ বিষয়ে আলোচনায় বসে শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে ‘মুভমেন্ট ফর ইকসু’ কমিটি গঠিত হয়। তারা ইকসু বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কাজ করে যাবেন।
আরওপড়ুন<<>>আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালো দিবস, সেদিন কী ঘটেছিল
শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহমেদ বলেন, ইকসু শিক্ষার্থীদের প্রাণের দাবি। আমরা চাই, অতি তাড়াতাড়ি ইকসু গঠন হোক। যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন ইকসু গঠন নিয়ে কোনো ধরনের টালবাহানা করে তাহলে শিক্ষার্থীরা কঠোর আন্দোলন করে ইকসু আদায় করবে। ইকসু গঠন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।
এদিকে শিক্ষার্থীরা চাইলে ইকসু গঠনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী। তিনি বলেন, ইকসু গঠনের জন্য দল-মত নির্বিশেষে সকলকেই একই প্লাটফর্মে থাকতে হবে। শিক্ষার্থীরা একই দাবিতে ঐক্যবদ্ধ থাকলে ইকসু গঠনে কোনো বাধা নেই। আমরা প্রশাসনের কর্তাব্যক্তি হিসেবে ইকসু গঠনের জন্য যা যা করা লাগে সব কাজ করব।
উল্লেখ্য, ইকসু গঠনের দাবিতে বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ৯টায় বিভিন্ন বিভাগের আট শিক্ষার্থী সংবাদ সম্মেলন করেন। পরে শিক্ষার্থীদের একাংশের সঙ্গে সম্মেলন আয়োজকদের কয়েক দফায় হট্টগোলের সৃষ্টি হলে একপর্যায়ে রাজনৈতিক দলের নেতাকর্মীরা সম্মেলনস্থল থেকে বেরিয়ে যান। পরদিন শুক্রবার সন্ধ্যায় সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন বিভাগসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে ইকসু গঠনের দাবিতে আলোচনা সভা করা হয়।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।