
ছবি: আপন দেশ
‘দুটি হাতে একটি গাছ, সবুজ ছায়া বৃদ্ধি পাক’ স্লোগানকে সামনে রেখে সবুজায়ন ঘটানোর লক্ষ্যে রাজশাহীতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।
সোমবার (১৮ আগস্ট) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ডি-এইচ ক্লাব এবং সেভ দ্যা ন্যাচার অ্যান্ড লাইফ'র যৌথ উদ্যাগে এ কর্মসূচি পালিত হয়।
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠের চারদিকে ফুল, ফলজ, বনজ, কাঠসহ বিভিন্ন প্রজাতির প্রায় ১৬০টি গাছের চারা রোপণ করা হয়।
আরওপড়ুন<<>>ডাকসু নির্বাচনে সমতল মাঠ চায় ছাত্রদল
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বলেন, বৃক্ষরোপণ কেবল প্রকৃতি রক্ষার হাতিয়ার নয়, বরং মানবজীবন টিকিয়ে রাখার অন্যতম শর্ত। একইভাবে স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডীন প্রফেসর ড. মো. শহিদুর রহমান পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকার গুরুত্ব আরোপ করেন।
কর্মসূচিতে সহযোগিতা করেন সেভ দ্য ন্যাচার অ্যান্ড লাইফের চেয়ারম্যান মিজানুর রহমান। যিনি বৃক্ষরোপণের বিভিন্ন সামাজিক ও পরিবেশগত দিক বিশদভাবে উপস্থাপন করেন।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।