
ছবি: আপন দেশ
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শেরে বাংলা ফজলুল হক হলের আবাসিক শিক্ষার্থীদের ফুটবল ও খেলার জার্সি উপহার দিলেন ছাত্রদল কর্মী মারুফ হাসান জেমস।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী খেলোয়াড়দের মধ্যে এসব উপকরণ বিতরণ করেন।
এ বিষয়ে মারুফ হাসান জেমস বলেন, ছাত্রদল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি একটি পরিবার। যেখানে প্রত্যেক ছাত্রের উন্নয়ন, অধিকার ও সম্ভাবনার কথা ভাবা হয়। খেলাধুলা মানে শুধু শরীরচর্চা নয়, এটি নেতৃত্ব, ঐক্য ও সহনশীলতার প্রতীক। আমরা বিশ্বাস করি, শিক্ষার পাশাপাশি ক্রীড়াচর্চাও একজন পরিপূর্ণ মানুষ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, ছাত্রদল সবসময় ছাত্রদের কল্যাণে, স্বাধীন চিন্তা ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী। আমরা জাতীয়তাবাদে বিশ্বাসী এবং সবাই মিলে একতাবদ্ধ হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রেখে যাওয়া স্বপ্ন ও তারেক রহমানের দেখানো পথ বাস্তবতা করবো, ইনশাআল্লাহ।
আরওপড়ুন<<>>রাকসুতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র প্যানেল ঘোষণা
রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় শেরে বাংলা হল ছাত্রদলের পক্ষ থেকে ফুটবল খেলার জন্য বল ও জার্সি বিতরণ করেছি। খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উন্নয়নের পাশাপাশি ভ্রাতৃত্ব ও ঐক্যের বন্ধন দৃঢ় করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীতে খেলাধুলা জন্য বিভিন্ন উদ্যেগ নেবেন এ প্রেরণা থেকে আমরা ছাত্রদল সবসময় ইতিবাচক উদ্যোগে পাশে থাকব।
এ সময় উপস্থিত ছিলেন, রাবি ছাত্রদলের সাবেক আহবায়ক আরাফাত রেজা আশিক, সাধারণ সম্পাদক সর্দার জহুরুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ তাহের রহমান, সাবেক যুগ্ম আহবায়ক আহসান হাবীব, সাবেক আহবায়ক সদস্য তুষার শেখ, ছাত্রদল নেতা ফারুক হোসেন।
এছাড়া শেরে বাংলা হলসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের হল পর্যায়ের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।