Apan Desh | আপন দেশ

মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের দাবিতে শিক্ষার্থীর আমরণ অনশন

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৪, ১১ আগস্ট ২০২৫

মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের দাবিতে শিক্ষার্থীর আমরণ অনশন

ছবি: আপন দেশ

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ছাত্র সংসদের দাবিতে আমরণ অনশনে বসেছেন আক্তারুজ্জামান সাজু নামে এক শিক্ষার্থী।

সোমবার (১১ আগস্ট) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে এ আমরণ অনশন শুরু করেন তিনি।

মো. আক্তারুজ্জামান সাজু বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের ছাত্র। তার দাবির সঙ্গে সংহতি জানিয়ে আরও কতিপয় শিক্ষার্থী প্রতীকি অনশনে অংশ নেন। সন্ধ্যা ৬টায় শেষ খবর পাওয়া পর্যন্ত অনশন চলছিল।

আরওপড়ুন<<>>জবিতে র‍্যাগিং: সাময়িক বহিস্কার ৩, ক্লাস কার্যক্রমে নিষেধাজ্ঞা ৪

আক্তারুজ্জামানের সঙ্গে সংহতি জানানো শিক্ষার্থীরা জানান, এটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফার অন্যতম একটি দাবি। ছাত্র সংসদ হলে প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করবে, ন্যায্য দাবি আদায়ের প্লাটফর্ম। গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র নেতৃত্ব নির্বাচিত হবে। ফলে ছাত্রদের নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি পাবে। বিশ্বিবদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী পর্ষদ রিজেন্ট বোর্ড থেকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ অনুমোদন করতে হবে এবং একটি গঠনতন্ত্র প্রণয়ন কমিটি করতে হবে।

আমরণ অনশনে থাকা শিক্ষার্থী আক্তারুজ্জামান আজ বিকেলে জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তার আমরণ অনশন অব্যাহত থাকবে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ইতোপূর্বে বিশ্ববিদ্যালয়ে বড় পরিসরে আলোচনা সভা হয়েছে। বিষয়টি আরও উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। আলোচনা শেষে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়