Apan Desh | আপন দেশ

গাজায় ইসরায়েলি গণহত্যা চলছেই, আরও ৬৯ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ০৮:৪৪, ১২ আগস্ট ২০২৫

আপডেট: ০৮:৪৮, ১২ আগস্ট ২০২৫

গাজায় ইসরায়েলি গণহত্যা চলছেই, আরও ৬৯ ফিলিস্তিনি নিহত

ছবি সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকাকে মৃত্যুপুরীতে পরিনত করেছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধ বিধ্বস্ত শহরটিতে চলছে দুর্ভিক্ষ। খাবারের অভাবে প্রতিনিয়ত মারা যাচ্ছেন অসহায় মানুষগুলো। সেসব ক্ষুধার্ত মানুষের উপর বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইহুদীবাদিরা। গত ২৪ ঘন্টায় দখলদার বাহিনীর হামলায় আরও অন্তত ৬৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

মঙ্গলবার (১২ আগস্ট) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে এখন পর্যন্ত গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৪৯৯ জনে। আহত হয়েছেন আরও ১ লাখ ৫৩ হাজার ৫৭৫ জন। তবে এ হিসাব কেবল তাদের, যাদের মৃতদেহ বা আহত অবস্থায় হাসপাতালে আনা সম্ভব হয়েছে। ধ্বংসস্তূপের নিচে বা সড়কে পড়ে থাকা বহু মরদেহ উদ্ধার করা যায়নি; উদ্ধার সরঞ্জামের ঘাটতি ও চলমান গোলাবর্ষণ সে কাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

গাজায় শুধু সামরিক অভিযানই নয়, খাদ্য ও ত্রাণ সামগ্রীর প্রবেশও কঠোরভাবে সীমিত করেছে ইসরায়েল। এতে ভয়াবহ খাদ্যসংকট ও অপুষ্টি দেখা দিয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অভিযানের শুরু থেকে এখন পর্যন্ত না খেতে পেয়ে ও অপুষ্টিতে ২২২ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ১০১ জন শিশু। সোমবারই খাদ্যাভাব ও অপুষ্টিজনিত কারণে আরও পাঁচজন প্রাণ হারিয়েছেন, এর মধ্যে একজন শিশু।

এ ছাড়া, ত্রাণ সংগ্রহে আসা ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরায়েলি সেনাদের গুলিবর্ষণে এখন পর্যন্ত ১ হাজার ৭৭২ জন নিহত হয়েছেন। অপুষ্টিজনিত ও ত্রাণ নিতে গিয়ে নিহতদেরও মোট প্রাণহানির তালিকায় অন্তর্ভুক্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

আরও পড়ুন>>>এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার ঘোষণা অস্ট্রেলিয়ার

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলে ঢুকে গুলি চালিয়ে প্রায় ১ হাজার ২০০ জনকে হত্যা করে এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায়। এর প্রতিক্রিয়ায় সেদিনই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি সেনারা। ১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর আন্তর্জাতিক চাপের মুখে গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। তবে বিরতি দুই মাসও স্থায়ী হয়নি; গত ১৮ মার্চ আইডিএফ আবার নতুন করে অভিযান শুরু করে।

দ্বিতীয় দফার এই অভিযানে গত প্রায় পাঁচ মাসে গাজায় ৯ হাজার ৯৮৯ জন নিহত এবং প্রায় ৪১ হাজার ৫৩৫ জন আহত হয়েছেন। হামাসের হাতে আটক জিম্মিদের মধ্যে অন্তত ৩৫ জন এখনও জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে, যাদের মুক্ত করতে সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে আইডিএফ।

গাজায় সামরিক তৎপরতা বন্ধে জাতিসংঘ ও বিভিন্ন দেশ একাধিকবার আহবান জানিয়েছে। ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা চলছে। তবু প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, হামাসকে সম্পূর্ণভাবে অকার্যকর করা এবং সব জিম্মিকে মুক্ত না করা পর্যন্ত অভিযান থামানো হবে না।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়