Apan Desh | আপন দেশ

রাবিতে ‘বাংলাদেশ-চীন সম্পর্কের চ্যালেঞ্জ-সম্ভাবনা’ শীর্ষক সেমিনার

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩১, ১১ আগস্ট ২০২৫

আপডেট: ১৫:২১, ১১ আগস্ট ২০২৫

রাবিতে ‘বাংলাদেশ-চীন সম্পর্কের চ্যালেঞ্জ-সম্ভাবনা’ শীর্ষক সেমিনার

ছবি : আপন দেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আয়োজনে ‘বাংলাদেশ-চীন সম্পর্কের পঞ্চাশ বছর: সমস্যা, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী অ্যাকাডেমিক ভবনের ৪২২ নং রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি ড. মো. শরিফুল ইসলাম স্বাগত বক্তব্যে বলেন, জবিতে র‍্যাগিং: সাময়িক বহিস্কার ৩, ক্লাস কার্যক্রমে নিষেধাজ্ঞা ৪ সেমিনারটি তিন কারণে গুরুত্বপূর্ণ। প্রথমত, চীন বহু বছর ধরে বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। তাই বাংলাদেশ-চীন সম্পর্কের সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা অধ্যয়ন জরুরি। দ্বিতীয়ত, উন্নত জ্ঞান উন্নত অনুশীলনে রূপান্তরিত হয়—যার একটি ক্ষেত্র হলো সুনীল অর্থনীতি।

আরও পড়ুন<<>>জবিতে র‍্যাগিং: সাময়িক বহিস্কার ৩, ক্লাস কার্যক্রমে নিষেধাজ্ঞা ৪

তিনি আরও বলেন, চীন সুনীল অর্থনীতি সহযোগিতায় শীর্ষস্থানীয় বৈশ্বিক অভিনেতা। প্রায় ২০টি আফ্রিকান দেশের সঙ্গে মৎস্য সহযোগিতা সম্প্রসারণ করেছে তারা। সুনীল অর্থনীতি বাংলাদেশের টেকসই ভবিষ্যতের চাবিকাঠি; তাই সামুদ্রিক মৎস্যসহ এ খাতে সুযোগ কাজে লাগাতে চীনের সঙ্গে সহযোগিতা করা উচিত।

এসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ফরিদুল আলম বলেন, চীন বাংলাদেশের সবচেয়ে বড় অবকাঠামো অংশীদার ও বিআরআই প্রকল্পের অংশীদার দেশ। বিপুল আমদানি, কর্মসংস্থান সৃষ্টি এবং সুনীল অর্থনীতিতে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সেমিনারে চবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আরেক অধ্যাপক ড. সুজিত কুমার দত্ত বলেন, ১৯৭৫ সালে স্বীকৃতির পর থেকেই চীন অর্থনৈতিকভাবে বাংলাদেশকে সহযোগিতা করে আসছে এবং অবকাঠামো উন্নয়নে বহুমুখী অবদান রেখেছে।

সেমিনার শেষে অতিথি ও শিক্ষার্থীদের মধ্যে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষকসহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

দিল্লিতে অজিত দোভালের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক মালয়েশিয়ার দেয়া সব শর্ত মানা সম্ভব নয় : আসিফ নজরুল ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৬ জনের মৃত্যু হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে জাতিসংঘ প্রতিবেদনের ঐতিহাসিক স্বীকৃতি ইসিকে শক্ত অবস্থানে থাকার আহবান মঈন খানের লাশ পোড়ানোর মামলায় জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল শুধু ভোটের দিন নয়, প্রতিদিন গণতন্ত্র রক্ষা করতে হয়: মির্জা ফখরুল শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সেনাবাহিনীর ভূমিকা অপরিহার্য: প্রধান উপদেষ্টা নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর চেয়েও রাজনৈতিক দলের ভূমিকা বড়: সিইসি উত্তরে কমছে তাপমাত্রা, আসছে শৈত্যপ্রবাহ ১০ ঘন্টা পর মুক্ত সাংবাদিক সোহেল জাপানে আগুন জ্বলছেই, ১৭০ বাড়ি ছাই ২২ বছরের আক্ষেপ ঘুচিয়ে ভারতকে হারালো বাংলাদেশ