Apan Desh | আপন দেশ

ব্যাংকের ঋণ অবলোপনে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩০, ১৯ নভেম্বর ২০২৫

ব্যাংকের ঋণ অবলোপনে নতুন নির্দেশনা

ফাইল ছবি

ব্যাংকগুলোর শ্রেণিকৃত মন্দমানের খেলাপি ঋণ অবলোপনের ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কোনো ঋণগ্রহীতার ঋণ রাইট-অফ বা অবলোপন করার কমপক্ষে ১০ কার্যদিবস আগে সংশ্লিষ্ট গ্রাহককে নোটিশ দিতে হবে।

বুধবার (১৯ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের তা অবিলম্বে বাস্তবায়নের নির্দেশ দিয়েছে।

এর আগে ১৯ অক্টোবর জারি করা সার্কুলারে অবলোপনের ৩০ দিন আগে গ্রাহককে জানানো বাধ্যতামূলক ছিল। তবে দীর্ঘসময় ধরে একটি কেইস নিষ্পত্তি করতে হয়—এমন যুক্তি দেখিয়ে সময় কমিয়ে ১০ দিন করা হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা সাংবাদিকদের জানান। 

আরও পড়ুন<<>>বন্ধ হলো বাংলাদেশ ব্যাংকের একাধিক সেবা


অবলোপন ও প্রণোদনা নীতিমালা

সার্কুলারে আরও বলা হয়, নিজস্ব নীতিমালা অনুযায়ী ব্যাংকগুলো অবলোপনকৃত ঋণ আদায়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নগদ প্রণোদনা দিতে পারবে। যে ব্যাংকের এ ধরনের নীতিমালা নেই, তাদের পরিচালনা পর্ষদের অনুমোদন সাপেক্ষে নতুন নীতিমালা প্রণয়ন করতে হবে।


কোন ঋণ অবলোপনযোগ্য

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে— কোনো গ্রাহকের ঋণ একাধারে মন্দ ও ক্ষতিজনক শ্রেণিতে থাকলে তা অবলোপনের সুযোগ রয়েছে।

অধিকতর পুরোনো ও দীর্ঘদিন পুনরুদ্ধারযোগ্য নয় এমন ঋণগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে অবলোপন করতে হবে। তবে গ্রাহক পুরো দায় পরিশোধ না করা পর্যন্ত তিনি খেলাপি হিসেবেই চিহ্নিত থাকবেন।

প্রভিশন থাকলেই অবলোপন

ব্যাংকগুলো মন্দ শ্রেণির কোনো ঋণ অবলোপন করতে পারবে যদি ঋণের বিপরীতে ১০০ শতাংশ প্রভিশন সংরক্ষিত থাকে। প্রভিশনে ঘাটতি থাকলে তা চলতি বছরের আয় থেকে সমন্বয় করে পূরণ করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ আছে।

খেলাপি ঋণের চিত্র

বাংলাদেশ ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন–২০২৪ অনুযায়ী, দেশে অবলোপনকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬২ হাজার ৩০০ কোটি টাকা।

অন্যদিকে, ২০২৫ সালের মার্চ শেষে ব্যাংক খাতে মোট খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৪ দশমিক ২০ লাখ কোটি টাকা। এর মধ্যে ৩ দশমিক ৪২ লাখ কোটি টাকা মন্দ ও ক্ষতিজনক মানের ঋণ। যা মোট খেলাপি ঋণের ৮১ দশমিক ৩৭ শতাংশ।

সার্কুলার বলছে, ব্যাংকগুলো চাইলে এসব শ্রেণিকৃত মন্দ ঋণের মধ্যে অবলোপনযোগ্য ঋণগুলো প্রয়োজনীয় প্রভিশন পূরণের পর ব্যালান্স শিট থেকে বাদ দিতে পারবে।

নতুন নির্দেশনা কার্যকর হওয়ায় ঋণগ্রহীতারা অবলোপন প্রক্রিয়া সম্পর্কে আগে থেকেই অবগত থাকতে পারবেন এবং ব্যাংকগুলোর রাইট-অফ ব্যবস্থাপনাও আরও স্বচ্ছ হবে বলে মনে করা হচ্ছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

দিল্লিতে অজিত দোভালের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক মালয়েশিয়ার দেয়া সব শর্ত মানা সম্ভব নয় : আসিফ নজরুল ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৬ জনের মৃত্যু হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে জাতিসংঘ প্রতিবেদনের ঐতিহাসিক স্বীকৃতি ইসিকে শক্ত অবস্থানে থাকার আহবান মঈন খানের লাশ পোড়ানোর মামলায় জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল শুধু ভোটের দিন নয়, প্রতিদিন গণতন্ত্র রক্ষা করতে হয়: মির্জা ফখরুল শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সেনাবাহিনীর ভূমিকা অপরিহার্য: প্রধান উপদেষ্টা নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর চেয়েও রাজনৈতিক দলের ভূমিকা বড়: সিইসি উত্তরে কমছে তাপমাত্রা, আসছে শৈত্যপ্রবাহ ১০ ঘন্টা পর মুক্ত সাংবাদিক সোহেল জাপানে আগুন জ্বলছেই, ১৭০ বাড়ি ছাই ২২ বছরের আক্ষেপ ঘুচিয়ে ভারতকে হারালো বাংলাদেশ