
ছবি: আপন দেশ
ময়মনসিংহ সদরের সাথিয়াপাড়া এলাকায় দিনব্যাপী ‘গবাদিপশুর প্রাথমিক চিকিৎসা, রোগ প্রতিকার ও টিকাদান কর্মসূচি-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ জুলাই) সাথিয়াপাড়ায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ কেন্দ্রের (বাউএক) সার্বিক তত্ত্বাবধানে এবং বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হাসপাতাল ও মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের যৌথ সহযোগিতায় এটি বাস্তবায়িত হয়।
বাউএক’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি ভেটেরিনারি অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. বাহানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. এ. কে. এম. আনিসুর রহমান এবং মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের প্রধান অধ্যাপক ড. কে. এইচ. এম. নাজমুল হুসাইন নাজির।
আরওপড়ুন<<>>শিক্ষকদের পেশাগত উৎকর্ষ সাধনে বাকৃবিতে বুনিয়াদি প্রশিক্ষণ
এ কর্মসূচির আওতায় স্থানীয় খামারিদের গবাদিপশুকে প্রাথমিক চিকিৎসা, বিভিন্ন রোগ প্রতিকারের পরামর্শ এবং প্রয়োজনীয় টিকা দেয় হয়।
প্রধান অতিথি অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বলেন, গবাদিপশু বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির চালিকাশক্তি। একজন খামারির স্বপ্ন, জীবিকা ও সম্ভাবনা অনেকাংশেই নির্ভর করে তার পশুর স্বাস্থ্যের ওপর। কিন্তু তথ্য ও সেবার ঘাটতির কারণে অনেক সময় প্রাথমিক পর্যায়েই রোগ শনাক্ত না হওয়ায় পশুর মৃত্যু ঘটে বা উৎপাদন কমে যায়। আমরা চাই, এ অবস্থা বদলাতে। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হাসপাতাল এবং মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের যৌথ আয়োজনে আজকে খামারিদের দোরগোড়ায় উপস্থিত হয়েছে।
তিনি আরও বলেন, আমরা শুধু চিকিৎসা দিতে আসিনি, এসেছি জ্ঞান, সচেতনতা ও আস্থার সেতুবন্ধন গড়তে। আজকে যেসব খামারি ও পশুপ্রেমী ভাই-বোনরা এখানে এসেছেন, তাদের জানাই আন্তরিক ধন্যবাদ। আপনাদের অংশগ্রহণই প্রমাণ করে আপনারা সচেতন হচ্ছেন, আগ্রহী হচ্ছেন।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।