Apan Desh | আপন দেশ

বেরোবিতে প্রক্টর-ছাত্র উপদেষ্টাকে অবমাননা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

বেরোবি প্রতিনিধি 

প্রকাশিত: ২১:০৬, ২০ জুলাই ২০২৫

বেরোবিতে প্রক্টর-ছাত্র উপদেষ্টাকে অবমাননা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

ছবি: আপন দেশ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রক্টর ও ছাত্র উপদেষ্টার চেয়ারে শাড়ি-চুড়ি রেখে অবমাননা করার প্রতিবাদে বিক্ষোভ করেছে শাখা ছাত্রদল।

রোববার (২০ জুলাই) সন্ধ্যা ৬টায় বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। এর আগে বিকেল ৫ টায় আশিক, সুমন, আরমান, বাংলাদেশ গঠনতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) রংপুর মহানগর সদস্য সচিব হাজিমুল হক ও রংপুর জেলা কমিটির মুখপাত্র রুম্মানুল ইসলাম রাজ প্রক্টর ও ছাত্র উপদেষ্টার চেয়ারে শাড়ি-চুড়ি রাখেন।

এ সময় ছাত্রনেতা জহির রায়হান বলেন, বিশ্ববিদ্যালয় সমন্বয়কদের অবাঞ্ছিত ঘোষণা করা হলেও তারা সাধারণ শিক্ষার্থীদের নাম ব্যবহার করে আজ যে কাজ করেছে তা নিন্দনীয়। আপনারা জেনে থাকবেন গত ১৬ ই জুলাই বিশ্ববিদ্যালয় এত বড় একটি অনুষ্ঠান। সেখানে এত এত নিরাপত্তা থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় কীভাবে ছাত্রলীগ দেয়াল লেখে। এগুলোর পেছনে কারা দায়ী, সেটা সাধারণ শিক্ষার্থীরাই জানে।

আরওপড়ুন<<>>বেরোবিতে প্রক্টরের চেয়ারে শাড়ি-চুড়ি রেখে তোপের মুখে সমন্বয়করা

ছাত্রনেতা ইয়ামিন বলেন, আজ একটা কুচুক্রী মহল বিশ্ববিদ্যালয় প্রক্টর ও ছাত্র উপদেষ্টার অফিসের শাড়ি-চুড়ি রেখেছে। আমরা আগে জানতে পেরেছি এরা অনেকেই ছাত্রলীগের সঙ্গে জড়িত। জুলাই আন্দোলনে এদের কোনো ভূমিকাই ছিল না। এখন জুলাই চেতনা বিক্রি করে খাচ্ছে, আমরা এসব মেনে নেব না। আমরা প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিলাম। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন।

বেরোবি শাখা ছাত্রদলের আহবায়ক আল আমিন বলেন, সাধারণ শিক্ষার্থীদের নাম ব্যবহার করে শিক্ষকদের অপমান মেনে নেয়া হবে না। সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি না চাইলে আজ আমাদের কর্মী সভায় বিপুলসংখ্যক শিক্ষার্থী আসত না। আমরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এসব অপশক্তিকে মোকাবিলা করব।

তিনি আরও বলেন, গুটি কয়েক নামধারী সমন্বয়ক সাধারণ শিক্ষার্থী নাম ব্যবহার করে শিক্ষকদের অবমাননা করেছে। শুধু তাই নয়, তারা আমাদের মা-বোনদেরও অবমাননা করেছে। এ ধরনের অবমাননা কোনো সাধারণ শিক্ষার্থী মেনে নেবে না।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী বলেন, অভিযুক্ত শিক্ষার্থীদের সঙ্গে আমার বিকেল ৫টায় বসার কথা ছিল। ছাত্র রাজনীতির ব্যাপারে তাদের সঙ্গে কথা বলার আগেই অভিযুক্তরা শিক্ষকদের অবমাননা করছে। তারা যে অভিযোগ তুলছে, বিশ্ববিদ্যালয়ের রাজনীতি হচ্ছে, কিন্তু সেটি কোথায়। এখন কেউ যদি বিশ্ববিদ্যালয়ের বাইরে রাজনীতি করে সেটা কি আমরা দেখব। ৭৫ একরে রাজনীতি নিষিদ্ধ। এখানে কেউ রাজনীতি করতে পারবে না।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়