Apan Desh | আপন দেশ

রাজশাহী ইউনিভার্সিটি অ্যাডুকেশন ক্লাবের সভাপতি সেঁজুতি, সম্পাদক তটিনী

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫২, ২৪ মে ২০২৫

রাজশাহী ইউনিভার্সিটি অ্যাডুকেশন ক্লাবের সভাপতি সেঁজুতি, সম্পাদক তটিনী

আপন দেশ

দেশের প্রথম শিক্ষাবিষয়ক স্বতন্ত্র ক্লাব রাজশাহী ইউনিভার্সিটি অ্যাডুকেশন ক্লাবের চতুর্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রায়হানা মালিক সেঁজুতিকে সভাপতি ও আনজুম তাসনিম তটিনীকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

শনিবার (২৪ মে) বিশ্ববিদ্যালয়ের এম এ ওয়াজেদ মিয়া অ্যাকাডেমিক ভবনে ক্লাবটির বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।

আরওপড়ুন<<>>বাকৃবিতে বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমিটির অন্য সদস্যরা হলেন,  সহ-সভাপতি নাদিয়া সুলতানা কাশমি, সারোয়ার জাহান, প্রজ্ঞা লাবণ্য খান ও আফসানা হাসান জেরিন। যুগ্ম সাধারণ সম্পাদক শিকদার মোহাম্মদ মেহেদী হাসান, আলিম খান ফারহান ও সৈয়দ একরামুল হাসান। কোষাধ্যক্ষ শেখ সাদি, গবেষণা সম্পাদক জেবা আনিকা চৌধুরি, পরিকল্পনা সম্পাদক মো. শাহাদাত হোসেন, দফতর সম্পাদক ফারদিনা সরকার।

এছাড়া সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. মমিনুর রহমান সাকিব, সংস্কৃতিবিষয়ক সম্পাদক আফিয়া জাহিন সিথী, প্রকাশনা সম্পাদক মো. ফেরদৌস ইসলাম শুভ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তানিমুল ইসলাম, জনসংযোগ সম্পাদক কামরুজ্জামান ফাহাদ। কার্যনির্বাহী সদস্যরা হলেন, নওসিন তাবাসসুম অর্পা ও নুসরাত নওরীন।

উল্লেখ্য, রাজশাহী ইউনিভার্সিটি অ্যাডুকেশন ক্লাব শিক্ষা গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG 4) বাস্তবায়নে ২০১৯ সাল থেকে কাজ করে যাচ্ছে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়