
ছবি: আপন দেশ
স্কাউটিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) রোভার স্কাউট গ্রুপের লিডার ড. মো. জহিরুল আলম বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন।
বৃহস্পতিবার (০৮ মে) সকালে গাজীপুরের জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ পুরস্কার প্রদান করা হয়।
২০২৪ সালে ধারাবাহিকভাবে প্যাক, ট্রুপ ও ক্রু মিটিং পরিচালনা এবং রোভার স্কাউটিং কার্যক্রমে সক্রিয় ভূমিকার জন্য তাকে এ সম্মাননা দেয়া হয়।
জানা গেছে, স্কাউট আন্দোলনকে গতিশীল ও সম্প্রসারিত করতে ইউনিট লিডারগণ নিয়মিত দীক্ষা অনুষ্ঠান, ব্যাজ প্রদানসহ নানা কার্যক্রম পরিচালনা করেন এবং প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনে সহায়তা প্রদান করে থাকেন। তাদের এ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটস-এর প্রোগ্রাম বিভাগ রোভার অঞ্চলের সাতজন ইউনিট লিডারকে সম্মানিত করেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস-এর নির্বাহী পরিচালক মো. সামছুল হক, প্রোগ্রাম বিভাগের পরিচালক মাহফুজা পারভীনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
পুরস্কারপ্রাপ্ত অন্যদের মধ্যে ছিলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মো. মুমিত আল রশিদ, চট্টগ্রাম কলেজের মো. কামাল উদ্দীন, ঢাকা কলেজের অধ্যাপক মোহাম্মদ আনোয়ার মাহমুদ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ড. মো. আক্কাচ আলী আকাশ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার এবং সেবাব্রতী মুক্ত স্কাউট গ্রুপের মো. আসিফুজ্জামান।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।