Apan Desh | আপন দেশ

নারীর সঙ্গে ধরা রাবি শিক্ষক, অতপর... 

রাবি প্রতিনিধি 

প্রকাশিত: ১০:১৫, ৮ মে ২০২৫

নারীর সঙ্গে ধরা রাবি শিক্ষক, অতপর... 

ছবি : আপন দেশ

রাজশাহীর তানোর উপজেলার এক বাসায় নারীসহ স্থানীয়দের হাতে আটক হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মাহাবুর রহমান (অনিন্দ্য)। পরে বিষয়টি জানাজানি হলে ওই নারীকে ৪ লাখ টাকা দেনমোহরে বিয়ে করেন ওই শিক্ষক। 

বুধবার (০৭ মে) সকাল স্থানীয়দের হাতে আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিয়ের কাবিননামাও প্রতিবেদকের হাতে এসেছে। এ নিয়ে নেতিবাচক মন্তব্য করেন নেটিজেনরা।

মাহাবুর রহমান কুড়িগ্রামের ভোগডাঙ্গা ইউনিয়ন এলাকার মো. হাসান আলীর ছেলে। অন্যদিকে ওই নারী হলেন শারমীন আক্তার (৩৩)। তিনি রাজশাহীর তানোর উপজেলার আয়েশ উদ্দিন বাবুর কন্যা।

ভিডিওতে দেখা যায়, কালো পাঞ্জাবি ও টুপি পড়া অবস্থায় ওই মেয়ের বাসায় বসে থাকতে দেখা যায় মাহাবুর নামের ওই শিক্ষককে। আটকের পর স্থানীয়রা তার নাম জিজ্ঞেস করলে তিনি বলেন মাহাবুর, তার পিতার নাম জিজ্ঞেস করলে তিনি বলেন হাসান আলী। তার বাড়ি কোথায় উত্তরে তিনি জানান কুড়িগ্রামের ভোগডাঙ্গা ইউনিয়নে। আপনি এ বাসায় কেন? কেন আসছেন? বার বার প্রশ্ন করলেও কোনো উত্তর দিতে দেখা যায়নি ওই শিক্ষককে।

অভিযুক্ত শিক্ষককের ফোনে একাধিকবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোজাম্মেল হোসেন বকুল বলেন, আমিও আমার কয়েকজন কলিগের মাধ্যমে বিষয়টি শুনেছি। তবে এখনো এ বিষয়ে আমি নিশ্চিত না। এ বিষয়ে মাহাবুর রহমানের সঙ্গে কথা হয়নি। এসব বিভাগের বিষয় না, এসব তার ব্যক্তিগত বিষয়। 

উল্লেখ্য, এর আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের পরীক্ষায় মার্কস কম দেওয়া ও একাধিক নারী কেলেঙ্কারিসহ অনৈতিককাণ্ডে জড়িত ছিলেন বলে তথ্য পাওয়া গেছে। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়