Apan Desh | আপন দেশ

রুয়া নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাবি ভিসির বাসভবন ঘেরাও

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৭, ১ মে ২০২৫

রুয়া নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাবি ভিসির বাসভবন ঘেরাও

ছবি: আপন দেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া)-এর নির্বাচন স্থগিতের প্রতিবাদে উপাচার্যের বাসভবন ঘেরাও করেছেন পদপ্রার্থীরা ও শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (০১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে তারা উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হন। এরপর সেখানে অবস্থান কর্মসূচি শুরু করেন। এ সময় সেখানে সাবেক শিক্ষার্থীদের সঙ্গে বর্তমান শিক্ষার্থীরাও যোগ দেন। সেখানে অবস্থানকালেই অনেকে আসরের নামাজ আদায় করেন।

অবস্থান কর্মসূচিতে বিভিন্ন স্লোগান দেয়া হয়। স্লোগান হলো—সিন্ডিকেট না রুয়া, রুয়া রুয়া; এডহক না নির্বাচন, নির্বাচন নির্বাচন; সিলেকশন না ইলেকশন, ইলেকশন ইলেকশন; রাকসু নিয়ে তালবাহানা, চলবে নারে চলবে না; রুয়া কি তর বাপের রে, প্রশাসন জবাব দে; রুয়া কেন স্থগিত, প্রশাসন জবাব চাই।

রুয়া নির্বাচনের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী এমাজ উদ্দিন মণ্ডল বলেন, ১০ মে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু একটি কুচক্রী মহল এটি বন্ধ করতে চাইছে। তারা রেজিস্ট্রারের বাসার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নির্বাচন বাতিলের জন্য চাপ সৃষ্টি করেছে। আমরা চাই নির্বাচন নির্ধারিত তারিখেই হোক। যতক্ষণ প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা না আসবে, আমরা এখানেই থাকবো।

আরও পড়ুন>>>রাবি রেজিস্ট্রারের বাসায় ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীদের ১২ ঘণ্টার আল্টিমেটাম

সহ-সভাপতি পদপ্রার্থী কেরামত আলী বলেন, যারা বিশ্বাসঘাতকতা করেছে তাদের নির্বাচন পরিচালনার দায়িত্ব কেন দেয়া হলো? ভুল যারা করেছে, আমরা তা মেনে নেব না। নতুন কমিশন গঠন করে হলেও নির্বাচন দিতে হবে। ‘রুয়া’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রাণের দাবি পূরণের জন্য নির্বাচন দিতে চেয়েছিলেন। কিন্তু কোন কুচক্রী মহলের কাছে আপনি হাত মেলালেন আমি জানি না। নির্বাচন তারা করবে না আপনার মাধ্যমে তারা নির্বাচন স্থগিত করলো। এখানে দলমত নাই আমরা এ বিশ্ববিদ্যালয়টিকে সুন্দরভাবে সাজানোর দায়িত্ব নিতে চাই। তাই যথাসময়ে নির্বাচন দেয়ার দাবি জানাচ্ছি।

রাবি শাখার ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, রুয়ার নির্বাচন স্থগিত করার বিরুদ্ধে ক্যাম্পাসের সাবেক শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী সবাই মনঃক্ষুণ্ন হয়েছে। যে প্রশাসন রুয়া বাস্তবায়ন করার ক্ষমতা রাখেনা সে প্রশাসন রাকসু কীভাবে বাস্তবায়ন করবে? আমরা এজন্য ভিসির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি নিয়েছি। ১০ তারিখের রুয়া নির্বাচন যেন ১০ তারিখেই হয় সেটা নিশ্চিত করে আমরা এখান থেকে যাব।

এর আগে সকালে রুয়ার পদপ্রার্থীরা দুই দফায় এডহক কমিটির আহবায়ক বরাবর স্মারকলিপি দেন নির্বাচন বন্ধ না করার দাবিতে। অন্যদিকে বিএনপি পদপ্রার্থীরা নির্বাচন বর্জন করেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়