Apan Desh | আপন দেশ

বাকৃবির ড. তাহসিন ফারজানা হকৃবির সিন্ডিকেট সদস্য হলেন

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৯, ৪ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২০:৩৫, ৪ ফেব্রুয়ারি ২০২৫

বাকৃবির ড. তাহসিন ফারজানা হকৃবির সিন্ডিকেট সদস্য হলেন

অধ্যাপক ড. তাহসিন ফারজানা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. তাহসিন ফারজানা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের (হকৃবি) সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।

এর আগে, গত ১৬ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ মনোনয়নের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কর্তৃক হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০ এর ধারা ১৮ (১)(ণ) ও ১৮(২) অনুযায়ী ওই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করতে সম্মতি জ্ঞাপন করেছেন। এর মাধ্যমে অধ্যাপক ড. তাহসিন ফারজানা আগামী দুই বছরের জন্য সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

অধ্যাপক ড. তাহসিন ফারজানা বলেন, আমাকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত করায় মহামান্য রাষ্ট্রপতি ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। কৃষি শিক্ষা, গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি। আমার অভিজ্ঞতা ও প্রচেষ্টার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, নীতি নির্ধারণ এবং অ্যাকাডেমিক উৎকর্ষতা বৃদ্ধিতে সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করব, ইনশাআল্লাহ।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়