ছবি : আপন দেশ
নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শঙ্কার কারণে নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
শনিবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক খুদেবার্তায় অনুষ্ঠানটি স্থগিতের বিষয়টি জানানো হয়।
পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে গঠিত নতুন এ ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ শীর্ষ পর্যায়ের ব্যাংকার ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা ছিল।
তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সাম্প্রতিক সময়ে একীভূত ব্যাংকগুলোর গ্রাহকদের মধ্যে লাভ-লোকসান সংক্রান্ত উদ্বেগ ও অসন্তোষ বেড়েছে। দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভের ঘটনাও ঘটেছে। এ প্রেক্ষাপটে নিরাপত্তাজনিত কারণেই অনুষ্ঠানটি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের পর থেকেই আমানতকারীদের মধ্যে মুনাফা না পাওয়া এবং টাকা উত্তোলনের সীমাবদ্ধতা নিয়ে ক্ষোভ তৈরি হয়। গত কয়েক দিনে ব্যাংকটি থেকে উল্লেখযোগ্য পরিমাণ আমানত উত্তোলন করা হয়েছে। একই সঙ্গে কিছু নতুন আমানতও জমা পড়েছে।
এর আগে নিয়ন্ত্রক সংস্থা আমানতকারীদের দুই বছরের মুনাফা ‘হেয়ারকাট’ করার সিদ্ধান্ত নেয়। ব্যাপক সমালোচনার মুখে সে সিদ্ধান্ত পরিবর্তন করে ২০২৪ ও ২০২৫ সালের জন্য বার্ষিক ৪ শতাংশ হারে আংশিক মুনাফা দেয়ার ঘোষণা দেয়া হলেও এতে পুরোপুরি সন্তুষ্ট হননি আমানতকারীরা।
আরও পড়ুন <<>> আজ স্বর্ণ-রুপার দাম বাড়ল না কমলো
বাংলাদেশ ব্যাংকের ঘোষিত স্কিম অনুযায়ী, নতুন এ ব্যাংকের অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার কোটি টাকা। এর মধ্যে পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। এ মূলধনের বড় অংশ হিসেবে সরকার সরবরাহ করছে ২০ হাজার কোটি টাকা। বাকি ১৫ হাজার কোটি টাকা প্রাতিষ্ঠানিক ও অন্যান্য স্থায়ী আমানত থেকে শেয়ারে রূপান্তর করা হবে।
নতুন ব্যাংকের প্রধান কার্যালয় স্থাপন করা হবে মতিঝিলের সেনাকল্যাণ ভবনে। টাকা উত্তোলনের ক্ষেত্রে দুই লাখ টাকা পর্যন্ত আমানত যেকোনো সময় তোলার সুযোগ রাখা হয়েছে। তবে এর বেশি আমানতের ক্ষেত্রে প্রতি তিন মাস অন্তর এক লাখ টাকা করে সর্বোচ্চ দুই বছরে উত্তোলনের সীমা নির্ধারণ করা হয়েছে।
একই নিয়ম প্রাতিষ্ঠানিক আমানতকারীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। পাশাপাশি স্থায়ী আমানতের বিপরীতে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত বিনিয়োগ বা ঋণসুবিধা নেয়ার সুযোগ রাখা হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































