ছবি: আপন দেশ
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় জিয়া পরিষদ অগ্রণী ব্যাংক ইউনিটের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রকাশিত ‘অরণাভ’ স্মরণিকা ও দেয়ালিকার মোড়ক উন্মোচন করা হয়।
রোববার (৩০ নভেম্বর) অগ্রণী ব্যাংক পিএলসি-এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠানটি আয়োজিত হয়।
দোয়া ও স্মরণিকা মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. আবদুল লতিফ। তিনি জিয়া পরিষদ-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আনোয়ারুল ইসলাম। তিনি অগ্রণী ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক।
অনুষ্ঠানে আরও অনেক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব আবদুল্লাহিল মাসুদ। কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মনোয়ারুল ইসলাম ও সহিদুল হক সহিদও উপস্থিত ছিলেন।
অগ্রণী ব্যাংক পিএলসি-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) তাহমিনা আখতার ও রুবানা পারভীন। এছাড়াও ব্যাংকের মহাব্যবস্থাপকবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। জিয়া পরিষদ, অগ্রণী ব্যাংক পিএলসি-এর নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ সুজাউদ্দৌলা। তিনি জিয়া পরিষদ, অগ্রণী ব্যাংক পিএলসি ইউনিট-এর সভাপতি। সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
সঞ্চালনায় প্রথমে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া মাহফিলের পর অতিথিবৃন্দ বক্তব্য দেন। তাদের বক্তব্যে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা এ দিবসের চেতনা ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন। সবশেষে প্রকাশিত স্মরণিকা ‘অরণাভ' ও দেয়ালিকাটির মোড়ক উন্মোচন করা হয়। এটি একটি সফল ও তাৎপর্যপূর্ণ আয়োজন ছিল।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































