Apan Desh | আপন দেশ

সোনার দামে নতুন রেকর্ড, ভরি ১ লাখ ৭৮ হাজার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪০, ৩ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২২:৪২, ৩ সেপ্টেম্বর ২০২৫

সোনার দামে নতুন রেকর্ড, ভরি ১ লাখ ৭৮ হাজার

ফাইল ছবি।

দেশের বাজারে টানা ৪ দফায় সোনার দাম বাড়াল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক লাফে ৩ হাজার ৪৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকা। যা দেশের ইতিহাসে সোনার দামে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। 

বুধবার (০৩ সেপ্টেম্বর) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

এর আগে সবশেষ সোমবার (০১ সেপ্টেম্বর) ভরিতে ১ হাজার ৪৭০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৭৫ হাজার ৭৮৮ টাকা।

আরওপড়ুন<<>>দেশের রিজার্ভ বেড়ে ৩১.৪৩ বিলিয়ন ডলার

নতুন দাম অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৭০ হাজার ৭০৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৪৬ হাজার ৩১৩ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম পড়বে ১ লাখ ২১ হাজার ১৬৬ টাকা।

সবমিলিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট ৪৯ বার দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছে বাজুস। যেখানে ৩৩ বারই দাম বাড়ানো হয়েছে। আর দাম কমেছে মাত্র ১৬ বার। অন্যদিকে, গত বছর দেশের বাজারে মোট ৬২ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। এরমধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল। এছাড়া গতবছর ২৭ বার সোনার দাম কমানো হয়েছিল।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়