Apan Desh | আপন দেশ

তারল্য সংকট উত্তরণে ঋণ দেবে বিশ্বব্যাংক: অর্থ উপদেষ্টা 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০১, ১৭ সেপ্টেম্বর ২০২৪

তারল্য সংকট উত্তরণে ঋণ দেবে বিশ্বব্যাংক: অর্থ উপদেষ্টা 

ফাইল ছবি

ব্যাংক খাতের তারল্য সংকট উত্তরণে বিশ্বব্যাংকের কাছে অর্থ সহায়তা চাওয়া হয়েছে। এতে বিশ্বব্যাংক ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে সভা শেষে এ কথা বলেন।

ড. সালেহউদ্দিন বলেন, ব্যাংক খাতের তারল্য সংকট উত্তরণে ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। এর পরিমাণ কত হবে তা নির্দিষ্ট হয়নি। এ বিষয়ে আরও আলোচনা হবে। তবে এ বছর একটি নির্দিষ্ট পরিমাণ বাজেট সহায়তা মিলবে। ঋণ পেতে বিশ্বব্যাংকের দেয়া শর্তগুলো সহজ ও বাস্তবায়নযোগ্য বলেও জানান অর্থ উপদেষ্টা।

এর আগে, সচিবালয়ে ড. সালাহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেছে বিশ্বব্যাংকের ৭ সদস্যের প্রতিনিধিদল। এতে নেতৃত্ব দিয়েছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের কান্ট্রি ডিরেক্টর ম্যাথিও এ ভার্জিনস।
 
জানা যায়, ১০০ কোটি ডলারের ঋণ পেতে বিশ্বব্যাংক বাংলাদেশকে যে চার শর্ত মানতে হবে তার মধ্যে রয়েছে—

১. ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ আদায়ে সম্পদব্যবস্থাপনা কোম্পানির কাঠামো তৈরি। 

২. কোন ঋণের প্রকৃত সুবিধাভোগী কে হবে, তা নির্ধারণে নীতি প্রণয়ন করা। 

৩. ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ফরেনসিক নিরীক্ষা করলে সেটির কার্যপরিধি কী হবে, তা নির্ধারণ করতে হবে। 

৪. বাংলাদেশ ব্যাংকের বিধি-বিধান বাস্তবায়নে পৃথক বিভাগ গড়ে তুলতে হবে।
 
মূলত, ১০০ কোটি ডলারের মধ্যে নীতিনির্ভর ঋণ হিসেবে পাওয়া যাবে ৭৫ কোটি ডলার, যা মূলত বাজেট সহায়তা হিসেবে দেবে বিশ্বব্যাংক। এছাড়া, ঋণের ২৫ কোটি ডলার মিলবে বিনিয়োগ ঋণ ও গ্যারান্টি-সুবিধা হিসেবে ব্যবহারের জন্য।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়