Apan Desh | আপন দেশ

দেশের সব পোশাক কারখানা খুলেছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:২২, ৭ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১০:৩৭, ৭ সেপ্টেম্বর ২০২৪

দেশের সব পোশাক কারখানা খুলেছে

ছবি: সংগৃহীত

দেশের সব পোশাক কারখানা খুলে দেয়া হয়েছে। সকাল থেকে কাজে যোগ দিয়েছে শ্রমিকরা। এর আগে আশুলিয়া ও গাজীপুরের কিছু কিছু কারখানা খুলেছিল। শনিবার (৭ সেপ্টেম্বর) থেকে পুরো দমে সব কারখানা চালু করা হয়েছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) আশুলিয়া ও গাজীপুরে শ্রমিক পরিস্থিতি নিয়ে পুলিশ কর্মকর্তা এবং ইউনিয়ন নেতাদের সঙ্গে জরুরি বৈঠক হয়।  পরে এ ঘোষণা দিয়েছিল বিজিএমইএ। 

শ্রমিকরাও এ ঘোষণায় সম্মত হয়ে তাদের আন্দোলন প্রত্যাখ্যান করে কারখানায় যোগ দিয়েছে। তারা বলছেন, মালিকপক্ষ অনেক দাবি মেনে নিয়েছে। বাকিগুলো ধীরে ধীরে সমাধান করা হবে বলে আশ্বাস দেয়া হয়েছে। 

উল্লেখ্য, গত কয়েকদিন থেকে পোশাক কারখানার শ্রমিকরা তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছিল। 

বিজিএমইএর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম বলেন, শ্রমিক আন্দোলন নিয়ে মুক্ত আলোচনা হয়েছে। এ চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের একসঙ্গে কাজ করতে হবে। আশুলিয়া ও গাজীপুরে পুলিশ, সেনা সদস্য এবং টহলের সংখ্যা বাড়ানো হয়েছে।  

আপন দেশ/অর্পিতা

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়