ছবি: আপন দেশ
গাজীপুরের শ্রীপুর উপজেলায় কৃত্রিমভাবে গ্যাস সংকট সৃষ্টি করে বেশি দামে বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছে।
শনিবার (২৪ জানুয়ারি) ভ্রাম্যমান আদালত ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে উপজেলার বিভিন্ন গ্যাস বিক্রয় কেন্দ্র ও সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে কোনো আর্থিক জরিমানা করা হয়নি। তবে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করে দেয়া হয়েছে যেন ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না হয়। এ ধরেনর অনিয়ম হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন<<>>প্রবাসীর স্ত্রীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি
ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম বলেন, কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করা সম্পূর্ণ অবৈধ ও জনস্বার্থবিরোধী। প্রাথমিকভাবে আমরা সতর্ক করেছি, তবে ভবিষ্যতে এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয়রা জানান, সম্প্রতি শ্রীপুর এলাকায় হঠাৎ করেই গ্যাসের সংকট দেখা দেয়। এর সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি করছিল। এতে সাধারণ ভোক্তারা চরম ভোগান্তির শিকার হন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































