ছবি: আপন দেশ
কালীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারী) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা। সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে কথা বলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন।
আরও পড়ুন<<>>গরুর হাট উচ্ছেদ, শিক্ষার্থীরা পেলো শিক্ষার সুষ্ঠু পরিবেশ
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাক্তার রিজওয়ানা রশীদ, উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসলিন মেহেদী, জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসনে আকাশ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, আনসার ও ভিডিপি কর্মকর্তা ওবায়দুর রহমান, উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণমাধ্যকর্মীসহ প্রমুখ।
সভায় মাদক নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি প্রতিরোধ, সড়কে নিরাপত্তা বজায় রাখা, বাজার মনিটরিং, অবৈধ স্থাপনা উচ্ছেদ, নির্বাচনে প্রভাব বিস্তার, মোবাইল কোর্ট পরিচালনা, গোয়েন্দ নজরদারি জোরদার, অপপ্রচার থেকে বিরত থাকাসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি জাতীয় নির্বাচনে আচরণবিধি মেনে চলার বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































