Apan Desh | আপন দেশ

গরুর হাট উচ্ছেদ, শিক্ষার্থীরা পেলো শিক্ষার সুষ্ঠু পরিবেশ

কিশোরগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত: ২২:০৭, ২১ জানুয়ারি ২০২৬

গরুর হাট উচ্ছেদ, শিক্ষার্থীরা পেলো শিক্ষার সুষ্ঠু পরিবেশ

ছবি : সংগৃহীত

দেড়যুগ পর অবশেষে পড়াশোনার সুষ্ঠু পরিবেশ ফিরে পেল কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের আঠারোবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে প্রতি বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে গরুর হাট বসার কারণে শিক্ষার্থীরা ক্লাস থেকে বঞ্চিত হচ্ছিল। 

বুধবার (২১ জানুয়ারি) যৌথ বাহিনীর এক বিশেষ অভিযানে বিদ্যালয়ের মাঠটি দখলমুক্ত করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ বছর ধরে বিদ্যালয়ের খেলার মাঠে প্রতি বুধবার নিয়মিত গরুর হাট বসে আসছিল। হাটের দিন তীব্র শব্দ, নোংরা পরিবেশ এবং বহিরাগতদের আনাগোনার কারণে ছাত্র-ছাত্রীরা বুধবার বিদ্যালয়ে উপস্থিত হতে পারতো না।  ওইদিন বিদ্যালয়ের  নামেমাত্র পাঠদান পাঠদান চলতো।

যৌথ বাহিনীর অভিযান

আজ বুধবার  দুপুরে বিদ্যালয়ের মাঠে হাট বসানোর প্রস্তুতি চলাকালীন আকস্মিকভাবে অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানে বিদ্যালয়ের মাঠ থেকে ব্যবসায়ীদের সরিয়ে দেয়া হয় এবং ভবিষ্যতে এখানে হাট না বসানোর কঠোর নির্দেশনা দেয়া হয়। দীর্ঘদিন পর স্কুলের মাঠ থেকে গরুর হাট অপসারণের কারণে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

অভিযান শেষে নিকলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত বলেন, আঠারবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গরুর হাট বসানোর দায়ে আনোয়ার উদ্দীন, পি. আব্দুল মজিদ নামক এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। গরুর হাটের মূল ইজারাদার জমশেদ আলীকে পাওয়া যায়নি, তার বিরুদ্ধে আইনি ব্যাবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

আপন দেশ/এসআর
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়