Apan Desh | আপন দেশ

কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন

কুড়িগ্রাম প্রতিনিধি 

প্রকাশিত: ২১:৪৩, ২১ জানুয়ারি ২০২৬

কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন

ছবি: আপন দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম  জেলার ৪টি সংসদীয় আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে জেলায় নির্বাচনি প্রচারণার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ আসনভিত্তিকভাবে প্রার্থীদের মধ্যে পর্যায়ক্রমে প্রতীক বরাদ্দ দেন।

প্রতীক বরাদ্দ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় অফিস ও চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রার্থীরা নিজ নিজ নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে উপস্থিত হয়ে প্রতীক গ্রহণ করেন। এ সময় নির্বাচন সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করেন। 

আরও পড়ুন<<>>গাইবান্ধায় প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ 

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম জেলার ৪টি সংসদীয় আসনে মোট ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটারদের রায় পেতে প্রার্থীরা শিগগিরই গণসংযোগ, সভা-সমাবেশ ও নির্বাচনী প্রচারণা জোরদার করবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়