ছবি: আপন দেশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) গাইবান্ধা জেলা রিটার্নিং ও জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা গাইবান্ধার ৫ আসনে ৪০ জন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। এর মধ্যে ৩২জন দলীয় এবং ৮জন স্বতন্ত্র প্রার্থী রয়েছে।
২৯ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী ডা. জিয়াউল ইসলাম (ধানের শীষ) জামায়েতের প্রার্থী মাজেদুর রহমান (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির প্রার্থী মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল), ইসলামী আন্দোলনের প্রার্থী রমজান আলী (হাতপাখা), বাসদের মার্কসবাদী পরমানন্দ দাশ (কাঁচি),আমজনতা পাটির কাউসার আজম হান্নু (প্রজাপতি), স্বতন্ত্র প্রার্থী সালমা আক্তার (কলস), স্বতন্ত্র প্রার্থী মোস্তফা মহসিন (ঢ়েঁকি)। গাইবান্ধা (সদর)-২ আসনে বিএনপির প্রার্থী আনিসুজ্জামান খান বাবু (ধানের শীষ), জামায়েতের প্রার্থী আব্দুল করিম (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রশিদ সরকার (লাঙ্গল), সিপিবির প্রার্থী মিহির ঘোষ (কাস্তে), বাসদ মার্কসবাদীর প্রার্থী আহসানুল হাবীব সাঈদ (কাঁচি), ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল মাজেদ (হাতপাখা), জনতার দলের প্রার্থী শাহেদুর জাহান (কলম)। গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে বিএনপির প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক (ধানের শীষ), জামায়েতের প্রার্থী নজরুল ইসলাম (দাঁড়িপাল্লা), ইসলামি আন্দোলনের প্রার্থী এটিএম আওলাদ হোসাইন (হাতপাখা), গণঅধিকার পরিষদের প্রার্থী সুরুজ মিয়া (ট্রাক ), সিপিবির প্রার্থী আব্দুল্লাহ আদিল (কাস্তে) ও জাতীয় পার্টির প্রার্থী মইনুল রাব্বি চৌধুরী (লাঙ্গল)। গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী আলহাজ্ব শামীম কায়সার লিংকন (ধানের শীষ), জামায়েতের প্রার্থী ডা.আব্দুর রহিম ((দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির প্রার্থী কাজী মশিউর রহমান (লাঙ্গল), ইসলামি আন্দোলনের প্রার্থী তহিদুল ইসলাম তুহিন, (হাতপাখা) বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পাটির প্রার্থী আতোয়ারুল ইসলাম (কোদাল), স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ আকন্দ। গাইবান্ধা-৫(সাঘাটা-ফুলছড়ি) আসনে বিএনপির প্রার্থী ফারুক আলম সরকার (ধানের শীষ), জামায়েতের প্রার্থী ওয়ারেছ আলী (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির প্রার্থী মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল), বাসদের মার্কসবাদী প্রার্থী রাহেলা খাতুন (কাঁচি), ইসলামী আন্দোলনের প্রার্থী অ্যাডভোকেট আজিজুল ইসলাম (হাতপাখা), গণধিকার পরিষদের প্রার্থী সামিউল ইসলাম (ট্রাক) কমিউনিস্ট পাটির প্রার্থী নীরব দাস এর (কাস্তে), স্বতন্ত্র প্রার্থী হাসান মেহেদী বিদ্যুৎ (ঘোড়া), স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ (হাঁস) এবং স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট গোলাম শহীদ রঞ্জু (মটর সাইকেল)।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































