Apan Desh | আপন দেশ

তিন হাজার পিস ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০০, ২১ জানুয়ারি ২০২৬

তিন হাজার পিস ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার

ছবি : সংগৃহীত

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা চৌধুরী পশ্চিমপাড়ায় অভিযান চালিয়ে তিন হাজার পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ বিক্রেতা মো. আব্দুল আলীমকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ(ডিবি-দক্ষিণ)।

বুধবার(২১ জানুয়ারি) টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি) দক্ষিণের অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ারুল আজিমের তত্তবধানে বুধবার এসআই মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন গোয়েন্দা পুলিশের একটি দল গোপণে সংবাদ পেয়ে সদর উপজেলার দাইন্যা চৌধুরী পশ্চিম পাড়ায় মাদক উদ্ধার অভিযান চালায়। অভিযানে দাইন্যা চৌধুরী পশ্চিমপাড়ার মৃত আহাম্মদ আলীর ছেলে মো. আব্দুল আলীমকে(৪১) গ্রেফতার করা হয়। পরে তার হেফাজতে থাকা তিন হাজার পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজার মূল্য প্রায় ৯ লাখ টাকা। 

আরও পড়ুন<<>>প্রার্থীদের প্রতীক বিতরণ চলছে, কাল শুরু প্রচারণা

প্রেসবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতারকৃত আব্দুল আলীমকে জব্দ করা মাদকদ্রব্য সহ টাঙ্গাইল সদর থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়