ছবি: আপন দেশ
আগামীর বাংলাদেশকে গড়ে তুলতে হলে সকলকে ঐক্যবদ্ধ ভাবে আগামী নির্বাচনের জন্য কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
রোববার (১৮জানুয়ারি) দুপুরে শহরের শহীদ মিনারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের মানুষের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন।এদেশের মানুষের অধিকার আদায়ে সর্বোচ্চ ভূমিকা পালন করেছেন। কখনো তিনি অন্যায়ের কাছে আপস করেনি। আজকে সে নেত্রী আমাদের মাঝে নেই।
আরও পড়ুন<<>>ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দেবে বিএনপি: সালাউদ্দিন টুকু
বাংলাদেশ আজকে অভিভাবক হারিয়েছে। বিশ্বের মানচিত্রে এত বড় জানাযা ইতিপূর্বে কারো হয়নি। একজন ভালো মানুষের জানাজায় প্রমাণ করে দিয়েছেন মানুষের উপস্থিতি।
তিনি আরও বলেন বাংলাদেশের মানুষ এ মুহূর্তে বিএনপির বিকল্প কোন কিছু ভাবছে না। কারণ এ মুহূর্তে বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ।
এদেশের মানুষ মনে করেন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। তারেক রহমান ক্ষমতা আসলে মানুষ তার গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে। সে সঙ্গে বাকস্বাধীনতাও রক্ষা পাবে।
টুকু আরও বলেন, আমি নির্বাচিত হলে টাঙ্গাইলকে মডেল শহর হিসাবে গড়ে তুলবো। সে সঙ্গে চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক এবং কিশোর গ্যাং মুক্ত টাঙ্গাইল গড়ে তুলবো।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































