ছবি : আপন দেশ
চুয়াডাঙ্গায় টানা ২ সপ্তাহ ধরে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। হিম শীতল ঠান্ডা বাতাস আর কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রতিদিনই কমছে তাপমাত্রা। এতে তীব্র শীতের কাছে অসহায় হয়ে পড়েছে মানুষ।
সোমবার (১২ জানুয়ারি) সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
তথ্যটি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা জামিনুর রহমান।
জামিনুর রহমান জানান, চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা ৬-৯ ডিগ্রির ভেতরে ওঠানামা করছে। সোমবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন : স্বর্ণ-রুপার আজকের বাজারদর জেনে নিন
আর বাতাসের আর্দ্রতা ছিল ৯৪%। ঠান্ডা বাতাস আর কুয়াশার কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। দিনের তাপমাত্রা কমে আসছে।
শীতে সব শ্রেণি পেশার মানুষের অবস্থা নাকাল। প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছে না। দিনে ও রাতে হিম শীতল বাতাস বইছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































