তারেক রহমান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, আজকে আমাদের এখানে বড় কোনো অনুষ্ঠান নেই। তাই রাস্তা বন্ধ করে রাখার কোনো প্রয়োজন নেই। আমরা যদি রাস্তা দখল করে রাখি, তবে সাধারণ মানুষের চলাচলে অনেক সমস্যা হবে। আমরা চাই মানুষ যেন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে। তাই যত দ্রুত সম্ভব রাস্তা খুলে দেয়ার নির্দেশ দেন তিনি।
আরও পড়ুন>>>দেড় যুগ পর নয়াপল্টনে তারেক রহমান
তারেক রহমান আরও বলেন, দেশকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। যার পক্ষে যতটুকু সম্ভব দেশের জন্য ততটুকো করতে যেন সচেষ্ট হই। কোথাও যদি রাস্তায় একটি কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে দরকার হলে তা আমরা সরিয়ে দেব। এভাবে ছোট ছোট করে কাজ করার মাধ্যমে আমরা দেশটাকে গড়ে তুলি।
এ সময় মা খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেন তারেক রহমান।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































