ছবি : আপন দেশ
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে। তেঁতুলিয়া উপজেলায় টানা পাঁচদিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই আছে। হিমালয় অঞ্চল থেকে বয়ে আসা হিমশীতল ঠান্ডা বাতাসে শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে। দিন ও রাতের তাপমাত্রার ব্যাপক পার্থক্যের কারণে এ উপজেলায় শীতের অনুভূতি আরও তীব্র হয়ে উঠেছে।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ, যা শীতের অনুভূতিকে আরও বাড়িয়েছে।
শনিবার (০৬ ডিসেম্বর) ১০ দশমিক ৫ ডিগ্রি, রোববার (০৭ ডিসেম্বর) ১০ দশমিক ৫ ডিগ্রি, সোমবার (০৮ ডিসেম্বর) ১০ দশমিক ৪ ডিগ্রি এবং মঙ্গলবার (০৯ ডিসেম্বর) ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়।
আরও পড়ুন<<>>উত্তরে তাপমাত্রা নামলো ১০ ডিগ্রিতে
শীত বাড়ায় সাধারণ মানুষের দুর্ভোগও কয়েকগুণ বেড়েছে। অনেকেই ঠান্ডা থেকে বাঁচতে বাড়ি-ঘর ও রাস্তার মোড়ে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
বিশেষ করে নিম্ন আয়ের মানুষ ভোরের হাড়কাঁপানো ঠান্ডা উপেক্ষা করে মাঠে-ঘাটে বের হতে হিমশিম খাচ্ছে। ভোরে কুয়াশাচ্ছন্ন পঞ্চগড়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠলেও এতে তেমন উষ্ণতা মেলেনি।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, গত পাঁচদিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে অবস্থান করছে। সামনে আরও তাপমাত্রা কমতে পারে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































