ছবি : সংগৃহীত
দুই পা কেটে ও কুপিয়ে মনির মোল্লা (৫০) নামে এক কৃষক হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৬ নভেম্বর) রাত ৮টার দিকে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পারাবর্তা এলাকায় বন বিভাগের একটি খোলা জায়গায় থেকে ওই কৃষকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মনির মোল্লা উপজেলার নাগরী ইউনিয়নের পারাবর্তা এলাকার বাসিন্দা ও মৃত হাশেম মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় কৃষক মনির মোল্লার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় হস্তান্তর করে। স্থানীয়দের সহায়তায় নিহতের পরিচয় নিশ্চিত করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম।
আশরাফুল ইসলাম জানান, ধারালো অস্ত্র দিয়ে মনির মোল্লার দুই পা কেটে মৃত্যু নিশ্চিত করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। কেন তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
আপন দেশ/ এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































