Apan Desh | আপন দেশ

গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহকে ঢাকায় স্থানান্তর

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৮, ৭ নভেম্বর ২০২৫

আপডেট: ২০:২০, ৭ নভেম্বর ২০২৫

গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহকে ঢাকায় স্থানান্তর

ফাইল ছবি

চট্টগ্রাম মহানগর বিএনপি আহবায়ক ও চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে দলটির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে। শুক্রবার (০৭ নভেম্বর) দুপুরে তাকে হেলিকপ্টারে চট্টগ্রাম থেকে ঢাকার স্কয়ার হাসপাতালে নেয়া হয়।  বুধবার (০৫ নভেম্বর) থেকে তিনি নগরের বেসরকারি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এরশাদ উল্লাহ ভাইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত আছেন। পরিবারের সদস্যদের সিদ্ধান্তে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে। তিনি বুকের ডান পাশে ও পায়ে গুলিবিদ্ধ হয়েছেন।

আরও পড়ুন<<>>ইসরাইলি হামলা প্রতিরোধ অব্যাহত রাখার ঘোষণা হিজবুল্লাহর

এর আগে বুধবার (০৫ নভেম্বর) চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন চালিতাতলী এলাকায় এরশাদ উল্লাহ গণসংযোগ করেন। ওই সময় একদল অস্ত্রধারী সন্ত্রাসী জনসংযোগের ভেতরে প্রবেশ করে গুলি চালায়। এ হামলায় বিএনপি নেতা এরশাদ উল্লাহসহ তিন জন গুলিবিদ্ধ হন। বাকি দুই জন হলো তার সঙ্গে জনসংযোগে থাকা সরোয়ার বাবলা ও শান্ত। এ ঘটনায় সরওয়ার হোসেন বাবলা নিহত হন। তার বিরুদ্ধে অন্তত ১৮টি মামলা রয়েছে।

সরওয়ার হোসেন বাবলা গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার (০৭ নভেম্বর) সকালে চান্দগাঁও থানাধীন হাজীরপুল এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন চান্দগাঁও থানাধীন হাজীরপুল এলাকার মৃত আবু তাহেরের ছেলে আলাউদ্দিন (৩৫) ও একই এলাকার  মোহাম্মদের ছেলে হেলাল (৪০)। তারা দুই জনই শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের অনুসারী হিসেবে পরিচিত।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়